২০ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন বার্সেলোনা কিংবদন্তি বুসকেতস
Published: 26th, September 2025 GMT
প্রায় তিন বছর আগে আন্তজার্তিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলে যাচ্ছিলেন সের্হিও বুসকেতস। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে জুটি বেঁধে ছিলেন আলোচনায়ও। তবে ফুটবলে পথচলাটা আর দীর্ঘায়িত করতে চান না ৩৭ বছর বয়সী ডিফেন্সিভ এই মিডফিল্ডার।
এবার বিদায় নেওয়ার ঘোষণা দিলেন স্প্যানিশ কিংবদন্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় এমএলএসের বর্তমান মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর কথা নিশ্চিত করেছেন বুসকেতস।
বিদায় নেওয়ার ঘোষণায় বুসকেতস বলেছেন, ‘আমার পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। প্রায় ২০ বছর ধরে সেই অসাধারণ গল্পটি আমি উপভোগ করেছি, যা আমি সব সময় স্বপ্নে দেখেছি।’ বুসকেটস যোগ করেন, ‘সামনের কয়েক মাস হবে মাঠে আমার শেষ কিছু মাস। আমি অত্যন্ত আনন্দ, গর্ব, পরিপূর্ণতা এবং সবকিছুর ওপর কৃতজ্ঞতার বোধ নিয়ে অবসরে যাচ্ছি।’
আরও পড়ুনজয় দিয়েই বুসকেতস–আলবাকে বিদায় জানাল ক্যাম্প ন্যু২৯ মে ২০২৩শৈশবে স্থানীয় একাধিক ক্লাবের হয়ে খেলার পর ২০০৫ সালে বুসকেতস যোগ দেন ‘লা মাসিয়া’য়। সেখান থেকে বার্সেলোনার ‘বি’ দলে আসেন ২০০৭ সালে। বার্সার মূল দলের হয়ে বুসকেতসের অভিষেক হয় ২০০৮ সালে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
বার্সেলোনায় লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভি হার্নান্দেজদের সঙ্গে ঐতিহাসিক এক যাত্রার সারথি হন তিনি। বার্সার হয়ে ৯টি লা লিগা, ৩টি চ্যাম্পিয়নস লিগ, ৭টি কোপা দেল রে, ৭টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ৩টি উয়েফা সুপার কাপ জিতেছেন।
বিদায়ী বার্তায় বার্সার কথা আলাদাভাবেই বলেছেন বুসকেতস, ‘ফুটবল ক্লাব বার্সেলোনাকে ধন্যবাদ, এটি আমার সারা জীবনের ক্লাব। সেখানে আমি শৈশবের স্বপ্নগুলো পূরণ করেছি, শতাধিক ম্যাচে প্রিয় জার্সি পরেছি, বহু শিরোপা উদ্যাপন করেছি এবং ক্যাম্প ন্যুতে অমলিন মুহূর্তগুলো উপভোগ করেছি।’ ভিডিওর ক্যাপশনে বুসকেতস লিখেছেন, ‘সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ফুটবলকেও সবকিছুর জন্য ধন্যবাদ।’
মেসি ও বুসকেতস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।