পিরোজপুরের সদর উপজেলায় স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করে পা ভেঙে দেওয়ার অভিযোগে উঠেছে বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে। এই অভিযোগ পিরোজপুর সদর থানায় মামলা হয়েছে। আহত স্কুলশিক্ষক বিপুল মৈত্র উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেছেন। পিরোজপুর সদর থানা পুলিশ মামলার আসামি পিরোজপুর জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় শিশুকে অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ: ২ মামলা দায়ের, আসামি ৫০০

মামলার অন্য আসামিরা হলেন, উপজেলা বিএনপি সভাপতি জিয়াউল ইসলাম, বিএনপি নেতা আকমল হোসেন, ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান মৃদুল, সেজান সরদার, শেখ হাসিব, শেখ রনি ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম মোল্লা। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘‘একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় পিরোজপুর সদর থানায় ৮ বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এই ঘটনায় শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চানকে গ্রেপ্তার করা হয়েছে।’’

দায়ের হওয়ায় মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিপুল মৈত্র স্কুল থেকে বাড়ি ফেরার পথে কদমতলা ইউনিয়নের ঝড়ঝড়িয়ায় পৌঁছলে আসামিরা তাকে হাতুড়িপেটা করেন। এতে তিনি মারাত্মক আহত হন। পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক বিএনপি নেতা জানান, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জের ধরে স্কুলশিক্ষক  বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক  সরদার কামরুজ্জামান চানের সমর্থকেরা এ হামলা করেছেন। 
 

ঢাকা/তাওহিদুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র ত কর ম উপজ ল

এছাড়াও পড়ুন:

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। 

তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি

টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।” 

অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।” 

চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ