অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ও করছেন অনেকে। ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ভিডিও দেখার সুযোগ দিতে ভিডিওর শেষ মুহূর্তে হঠাৎ ভেসে ওঠা ‘এন্ড স্ক্রিন’ লুকিয়ে রাখার সুবিধা চালু করেছে ইউটিউব। ‘হাইড’ নামের সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা চাইলেই ভিডিওর শেষ অংশে ভেসে ওঠা সব ধরনের পপআপ দ্রুত বন্ধ করতে পারবেন।

নতুন ভিডিও প্রদর্শনের পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট সম্পর্কে দর্শকদের ধারণা দিতে নির্মাতাদের জন্য ‘এন্ড স্ক্রিন’ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ ছিল, এতে ভিডিওর স্বাভাবিক সমাপ্তি নষ্ট হয় এবং শেষ অংশটি অগোছালো মনে হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার দর্শকদের জন্য এন্ড স্ক্রিন নিয়ন্ত্রণের সুযোগ চালু করেছে ইউটিউব। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিওর শেষ দিকে প্লেয়ারের ডান দিকের ওপরে থাকা ‘হাইড’ অপশনে ক্লিক করে দ্রুত এন্ড স্ক্রিন বন্ধ করা যাবে। ব্যবহারকারীরা চাইলে ‘শো’ অপশনে ক্লিক করে এন্ড স্ক্রিন পুনরায় চালু করতে পারবেন।

আরও পড়ুনইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করার ৮ কৌশল১৭ সেপ্টেম্বর ২০২৫

ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যও পরিবর্তন এনেছে ইউটিউব। নতুন এ পরিবর্তনের ফলে নির্মাতার ওয়াটারমার্কের ওপর কার্সর রাখলে আর স্বয়ংক্রিয়ভাবে ‘সাবস্ক্রাইব’ বোতাম ভেসে উঠবে না। তবে ভিডিওর নিচে প্রচলিত সাবস্ক্রাইব অপশন আগের মতোই থাকবে। দর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।

আরও পড়ুনইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ যেসব কারণে বন্ধ হতে পারে১৩ মার্চ ২০২৪

ইউটিউবের তথ্যমতে, নতুন এ পরিবর্তনের কারণে দর্শকেরা উপকৃত হলেও ভিডিওর দর্শক বা সাবস্ক্রিপশনের সংখ্যায় তেমন প্রভাব পড়বে না। অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, হাইড–সুবিধা চালুর পর এন্ড স্ক্রিন থেকে আসা ভিউ কমেছে সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ। নির্মাতারাও আগের মতো ভিডিওর শেষে সর্বোচ্চ চারটি ইন্টারঅ্যাকটিভ উপাদান যুক্ত করতে পারবেন। ওয়াটারমার্কও থাকবে ব্র্যান্ডিংয়ের প্রতীক হিসেবে। দর্শকেরা নিজেরাই ঠিক করবেন যে ভিডিওর শেষ অংশে এসব উপাদান দেখতে চান কি না।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এন ড স ক র ন ভ ড ওর শ ষ

এছাড়াও পড়ুন:

ওয়াই–ফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? যেভাবে পুনরুদ্ধার করবেন

ওয়াই–ফাই এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কাজ, শিক্ষাব্যবস্থা, ভিডিও স্ট্রিমিং বা অনলাইন মিটিং—সবকিছুই ওয়াই–ফাইয়ের ওপর নির্ভরশীল। ওয়াই–ফাই সংযোগ নিরাপদ রাখতে এ জন্য জটিল পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তবে দীর্ঘ ও জটিল পাসওয়ার্ডের কারণে অনেক সময় তা ভুলে যাওয়াই স্বাভাবিক। বিশেষ করে যখন যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সংযুক্ত থাকলে অনেকেই পাসওয়ার্ড মনে রাখেন না। অবশ্য অধিকাংশ কম্পিউটার এবং স্মার্ট যন্ত্র ব্যবহারকারীর ওয়াই–ফাই পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখেন। ফলে প্রয়োজন অনুযায়ী তা সহজেই পুনরুদ্ধার করা সম্ভব।

অ্যান্ড্রয়েডে ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখা

নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে সংরক্ষিত পাসওয়ার্ড সরাসরি দেখা যায় না। তবে কিউআর কোডের মাধ্যমে তা শেয়ার করা সম্ভব। সেটিংস অপশনে থাকা কানেকশনস মেনুতে গিয়ে ওয়াই–ফাই নির্বাচন করতে হবে। সংযুক্ত ওয়াই–ফাই নেটওয়ার্কের নামের পাশে থাকা গিয়ার আইকনে ট্যাপ করে পরের পেজে যেতে হবে। পাসওয়ার্ড অপশনের পাশে থাকা আই আইকনে ট্যাপ করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এরপর পাসওয়ার্ড দেখা যাবে। এ ছাড়া নিচে থাকা কিউআর কোড ব্যবহার করেও ওয়াই–ফাই নেটওয়ার্ক শেয়ার করা যাবে।

উইন্ডোজে ওয়াই–ফাই পাসওয়ার্ড বের করার উপায়

উইন্ডোজ কম্পিউটার আগে সংযুক্ত সব নেটওয়ার্কের পাসওয়ার্ড সংরক্ষণ করে। প্রথমে কন্ট্রোল প্যানেল ব্যবহার করে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার অপশনে গিয়ে সংযুক্ত ওয়াই–ফাই নেটওয়ার্কের নামের ওপর ক্লিক করতে হবে এবং ওয়্যারলেস প্রপার্টিজ নির্বাচন করতে হবে। এরপর সিকিউরিটি ট্যাবে গিয়ে শো ক্যারেক্টারস টিকবক্সে টিক দিতে হবে। এরপর পাসওয়ার্ড দেখা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়াই–ফাই পাসওয়ার্ড ভুলে গেছেন? যেভাবে পুনরুদ্ধার করবেন