সূর্যকুমার ও রউফ দোষী সাব্যস্ত, জরিমানা করল আইসিসি
Published: 26th, September 2025 GMT
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান পেসার হারিস রউফকে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে আরেক অভিযুক্ত ক্রিকেটার সাহিবজাদা ফারহানকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুবাইয়ে আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার ও রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছেন।
দুই ক্রিকেটারের জরিমানা হয়েছে ভিন্ন দুটি ম্যাচের ঘটনায়। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভারত অধিনায়ক সূর্যকুমার সংবাদ সম্মেলনে তাঁর দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন। মে মাসে ভারত–পাকিস্তানের মধ্যে চলা ৪ দিনের সামরিক সংঘাত টেনে মন্তব্য করায় সূর্যকুমারের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ দায়ের করে।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ দেয় রউফ ও ফারহানের নামে। ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশে আঙুল দিয়ে ‘৬–০’ সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন, যা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ বলে দাবি করেন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
আরও পড়ুন‘বিমান ভূপাতিত’ আর ‘৬-০’ নিয়ে শুনানিতে রউফ—আপনারা কী বুঝেছেন২ ঘণ্টা আগেএকই ম্যাচে পাকিস্তানি ওপেনার ফারহান ফিফটি পূর্ণ করার পর ব্যাটকে বন্দুকের মতো করে গুলি ছোঁড়ার ভঙ্গি দেখান।
অভিযুক্ত ক্রিকেটাররা দোষ স্বীকার না করায় আজ দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তাঁরা নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে সূর্যকুমার ও রউফের বক্তব্যকে যে আইসিসি সন্তোষজনক মনে করেনি, সেটি ফুটে উঠেছে রায়ে।
এদিকে সূর্যকুমারের বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধে জরিমানার ঘটনায় বিসিসিআই আপিল করেছে বলে খবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
আপিল শোনা হয়েছে কি না কিংবা কবে হবে, তা নিশ্চিত হতে পারেনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি।
আরও পড়ুনসূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ আইসিসির৬ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইস স
এছাড়াও পড়ুন:
ঘাড়ের সমস্যায় হাসপাতালে ভারত অধিনায়ক, বোলিং কোচ বললেন ঘুমের সমস্যা
ঘাড়ে টান লাগায় ভারত অধিনায়ক শুবমান গিলকে শনিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রোববার সকালেও তিনি হাসপাতালে আছেন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কলকাতায় চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে তিনি আর মাঠে ফিরছেন না।
বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ‘(গতকাল) দিনের খেলা শেষে গিলকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন সেখানে পর্যবেক্ষণে আছেন। এই টেস্টে তিনি আর খেলতে পারবেন না। বিসিসিআইয়ের মেডিকেল দল তাঁকে পর্যবেক্ষণে রাখবে।’
শনিবার রাতেই গিলের মাঠে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে ওঠে। ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানায়, ঘাড়ে টান লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে হাসপাতালে পাঠানো হয়। তখন তাঁর গলায় নেক ব্রেস ছিল এবং দলের চিকিৎসক সঙ্গে ছিলেন।
গতকাল ব্যাটিংয়ের সময় ঘাড়ে ব্যথা পান গিল। সাইমন হারমারের বলে সুইপে বাউন্ডারি মারার পরই অস্বস্তি অনুভব করে ঘাড়ের পেছনে হাত রাখেন, এরপর ফিজিওকে ডাকেন। পরে দ্রুত মাঠ ছেড়ে যান। গিল এরপর আর ব্যাট করতে নামেননি। ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়।
ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে সম্প্রচারকরা গিলকে কোচিং স্টাফ এবং মেডিকেল দলের একজন সদস্যের সামনে ঘাড়ের ব্যায়াম করতে দেখেন। এর আগেও ২০২৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘাড়ে ব্যথার কারণে একটি টেস্ট খেলতে পারেননি তিনি।
ভারতের বোলিং কোচ মরনে মরকেল অবশ্য এটিকে গুরুতর হিসেবে দেখছেন না।
শনিবার দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘গিল খুব ফিট খেলোয়াড়। নিজেকে খুব ভালোভাবে দেখাশোনা করে। আজ সকালে ঘুম থেকে উঠে তাঁর ঘাড় শক্ত হয়ে যায়, এটা দুঃখজনক। আমার মনে হয়, আগে আমাদের বুঝতে হবে ঘাড়ের জড়তা কীভাবে হয়েছে। হয়তো আগের রাতে ঠিকমতো ঘুম হয়নি। আমি মনে করি না এটা ওর ওপর খেলাজনিত চাপের কারণে হয়েছে।'
গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্ত।