বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক খসড়ায় বাদ পড়া ১৫টি ক্লাব শেষ পর্যন্ত ফের কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে।

দুদকের পর্যবেক্ষণের কারণে বিতর্কিতভাবে এসব ক্লাবকে খসড়া তালিকায় রাখা হয়নি। তবে বিসিবি নির্বাচন কমিশনের শুনানিতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের দাবি ও যুক্তির পরিপ্রেক্ষিতে অবশেষে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের ভোটাধিকার।

আরো পড়ুন:

নোংরামি সরিয়ে ক্রিকেটের বৃহৎ স্বার্থ দেখার আহ্বান

বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা

ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে এবারের নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একইসঙ্গে তিনি গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তামিমসহ কয়েকটি ক্লাবের প্রতিনিধি শুনানিতে উপস্থিত হয়ে জানিয়েছিলেন— কাউন্সিলরশিপ হারালে প্রায় ৩০০ ক্রিকেটার ও তাদের পরিবারের জীবন–জীবিকা হুমকির মুখে পড়বে। তাদের বক্তব্যের একদিন পরই কমিশন ১৫ ক্লাবকে ভোটাধিকার ফিরিয়ে দেয়।

চূড়ান্ত তালিকায় ভোট দিতে বাধাহীনভাবে জায়গা করে নিয়েছে এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

এর মধ্যে সবচেয়ে আলোচিত ভাইকিংস ক্রিকেট একাডেমি। খসড়ায় বাদ পড়লেও চূড়ান্ত তালিকায় ফিরেছেন ক্লাবটির কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু।

খসড়া তালিকায় ফাঁকা থাকা পাঁচ জেলা ক্রীড়া সংস্থাও এবার জায়গা করে নিয়েছে। নওগাঁ থেকে মোহাম্মদ রুবায়েদ হক, বগুড়া থেকে মো.

রাকিবুল ইসলাম, পাবনা থেকে মো. তওহীদ তারিক খান, সিরাজগঞ্জ থেকে মো. আব্দুল্লাহ আল মামুন ও সিলেট থেকে সৈয়দ ফজলে এলাহীকে কাউন্সিলর করা হয়েছে। তবে নরসিংদী জেলা এবারও কাউন্সিলরশিপ পায়নি।

সব মিলিয়ে নির্বাচন কমিশন মোট ১৯১ জন কাউন্সিলরের নাম প্রকাশ করেছে। অর্থাৎ বিসিবির আসন্ন নির্বাচনে ভোটের লড়াই হবে পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব নিয়েই। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট এক ড ম

এছাড়াও পড়ুন:

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু। 

তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি

টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।” 

অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।” 

চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ