‘হঠাৎ দেখি, সি-ট্রাকের ভেতরে পানি ঢুকছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছিল’
Published: 26th, September 2025 GMT
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সি-ট্রাকের তিন শতাধিক যাত্রী। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নলছিরা ঘাটের পশ্চিমে এ ঘটনা ঘটে।
সি-ট্রাকের ভেতরে পানি ঢুকছে মনে করে যাত্রীরা আতঙ্কে পড়েন। নারী-শিশুসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে নলছিরা ঘাট থেকে আসা ট্রলার ও নৌকার সহায়তায় যাত্রীরা গন্তব্যে পৌঁছান। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি।
হাতিয়ার নলছিরা নৌ পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা দেড়টার দিকে হরনি ইউনিয়নের চেয়ারম্যানঘাট থেকে নলছিরার উদ্দেশে সি-ট্রাকটি ছেড়ে যায়। এতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। ঘাটের কাছাকাছি পৌঁছালে জোয়ারের তোড়ে সি-ট্রাকের ব্যালান্স ট্যাংকিতে থাকা পানি ওপরে উঠে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে এক পাশে ছুটে যান। ফলে সি-ট্রাকটি হেলে পড়ে। পরে মাস্টার দ্রুত সি-ট্রাকটি পাশের একটি চরে নোঙর করেন। যাত্রীরা কোমরসমান পানির ভেতর দিয়ে তীরে ওঠেন।
সি-ট্রাকের যাত্রী মোহাম্মদ আজাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা হঠাৎ দেখি, সি-ট্রাকের ভেতরে পানি ঢুকছে। আস্তে আস্তে নদীতে ডুবে যাচ্ছিল। সবাই ভয় পেয়ে এক পাশে চলে যায়। নারী-শিশুরা কান্নাকাটি শুরু করে। পরে চর পর্যন্ত নিয়ে গেলে আমরা পানির মধ্য দিয়ে তীরে উঠি। অনেকের মালামাল নষ্ট হয়েছে।’
সি-ট্রাকের মাস্টার মোহাম্মদ মন্টু শিকদার প্রথম আলোকে বলেন, ‘সি-ট্রাকের তলা ফাটেনি। ব্যালান্সের ট্যাংকিতে রাখা পানি ওপরে উঠতে দেখে যাত্রীরা আতঙ্কিত হন। তখন সবাই এক পাশে চলে যাওয়ায় সি-ট্রাক হেলে পড়ে। আমি নিয়ন্ত্রণে এনে চরের কাছে নোঙর করি। যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।’
নলছিরা নৌ পুলিশের পরিদর্শক আশীস চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, সি-ট্রাকের তলা ফাটেনি। যাত্রীরা অযথা আতঙ্কিত হয়ে এক পাশে চলে যাওয়ায় ট্রাকটি কাত হয়ে পড়ে ছিল। সতর্কতার জন্য ঘাটে পৌঁছার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ভ তর এক প শ নলছ র আতঙ ক
এছাড়াও পড়ুন:
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।
তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে।
আরো পড়ুন:
কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি
চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি
টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।”
অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।”
চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।
ঢাকা/শান্ত