শহরের গাবতলী কাপড়পট্টিতে মাদকসেবনে বাঁধা দেওয়ায়  যুবদল নেতা আশরাফুল হক তান্নাকে কুঁপিয়েছে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন। গাবতলী কাপরের পট্টি রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। ‎ ‎

তান্না জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি শহরের খানপুর মেইন রোড ডনচেম্বার এলাকার ইকরামুল হকের ছেলে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী। ‎ ‎

ঘটনার সূত্রে জানা গেছে, গাবতলী কাপড় পট্টি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী রকি (৩৪) এবং একই এলাকার কামালের ছেলে উৎস (২৮) দীর্ঘদিন যাবৎ বাদীর ভাড়াটিয়া বাড়িতে যেয়ে ভাড়াটিয়াদের বের করে দিয়ে মাদক সেবন করে।

বিষয়টি জানতে পেরে গত ২৪ সেপ্টেম্বর বিকেলে তান্না তার ভাড়াটিয়া বাড়িতে যেয়ে দেখতে পান অভিযুক্তরা মাদক সেবন করছে। এসময় তাদের বাধা প্রদান করলে অভিযুক্তরা বাসা ছেড়ে চলে গেলেও কিছুক্ষন পর ১০/১৫ জন পূনরায় দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তান্নার ওপর হামলা করে।

এক পর্যায়ের সন্ত্রাসী রকি এবং উৎস ধারালো চাকু দিয়ে তান্নার মাধায় কোপ দিলে  সেটি তার গালেন ডান পাশে লেগে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। ‎ ‎পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তান্নাকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। ‎

‎এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীরা বলেন, মহল্লার অনেক ছেলেরা মাদকে জড়িত। এর মধ্যে রকি ও উৎস প্রকাশ্যেই মাদক সেবন করে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ইতিপূর্বে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় মাদকের চালান নিয়ে গ্রেফতার হয়েছে এই রকি ও উৎস।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ এল ক র গ বতল য বদল

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ