উৎসব মূখর পরিবেশে সানারপাড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Published: 26th, September 2025 GMT
সিদ্ধিরগঞ্জে উৎসবমূখর পরিবেশে সানারপাড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় মাঠে সানারপাড় বর্ণালী সংসদের আয়োজনে এবং সানারপাড় ফুটবল একাডেমীর উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনালে সানারপাড় জননী সুপার শপ একাদশকে ট্রাইবেকারে হারিয়ে নিমাইকাশারী ভাই-বন্ধু একাদশ চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার এবং রানার আপ দলকে ২৫ হাজার টাকার প্রতিকি চেক তুলে দেয়া হয়।
সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, বর্ণালী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য সুমন মুন্নার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি পরিচালনা করেন, করিম, জামাল, সোহেল, শাহজালাল, সফর, সাগর, ইরান, পলাশ, কাইয়ুম, দিদার, পাভেল, আসিফ, হৃদয়, তাপু, মোহাম্মদ, হাসিব, শান্ত, শিমুল, রোহান, রাব্বী, নিরব, মিঠুন, মেহেদী ও সামিন।
এসময় আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন, সানারপাড় বর্ণালী সংসদের সাধারণ সম্পাদক কাজী ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ছাদু, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুঁইয়া, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দিপু, সামিয়া গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, রহমান শপিং কমপ্লেক্সের পরিচালক মো: মালু, হাজী মো: ইয়াছিন, বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন, শ্রমিদল নেতা ইয়াকুব আলী, বিশিষ্ট সমাজ সেবক মো: তাজু, দিপু, শাহজালালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সুমন মুন্না জানান, মাদকসহ নানান অপরাধ কর্মকান্ড থেকে যুবসমাজকে রক্ষার তাগিদে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কারণ খেলাধুলায় মগ্ন থাকলে যুবসমাজ ভালো থাকবে। যুবকরাই আগামী দিনে এলাকার উন্নয়নমূখী কার্যক্রমে সম্পৃক্ত হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ফ ইন ল ইসল ম
এছাড়াও পড়ুন:
বন্দরের লৌহিয়া খালটি দখল উৎসবে চলছে
বন্দরের ঐতিহ্যবাহী লৌহিয়া খালটি দখল উৎসবে মেতে উঠেছে চিহ্নিত ভূমিদস্যুরা। যে খাল দিয়ে এক সময় শীতলক্ষা-বহ্মপুত্র নদীতে সংযোগ ছিল।
সেই ঐতিহ্যবাহী খালটি অবৈধভাবে দখল করে পাঁকা স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস, ব্যাটারি ফ্যাক্টরিসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেছে ওই সকল ভূমিদস্যুরা।
খালটি দখল হয়ে যাওয়ার কারনে পয়নিষ্কাশনসহ নানা সমস্যায় জর্জরিত স্থানীয়রা। বিগত স্বৈরাচার সরকারের সময়ে দলীয় প্রভাব খাটিয়ে উল্লেখিত খাল দখল করে নিয়েছে প্রভাবশালীরা ।
এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ ও সানাউল্লাহ সানু এবং বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিনের মদদপুষ্ট হয়ে আদর্শ বিদ্যানিকেতন শিক্ষা প্রতিষ্ঠান করতে গিয়ে খাল দখল করে রাস্তা বানিয়েছে।
তেমনি ভাবে গার্মেন্টস, ব্যাটারি ফ্যাক্টরিসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ ছাড়া খালটি ভরাট করার কারনে বন্দর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের কদমতলীসহ আশপাশের কয়েকটি এলাকা পানিবন্দি হয়ে পড়ে। ড্রেজার দিয়ে ব্যাক্তি মালিকানাধীন জমি ভরাট করতে গিয়ে সরকারি খাল দখল করে নিয়েছে। দেখার যেন কেউ নেই।
বন্দর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত হোসেন সৈকত জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোন সুফল পাওয়া যায়নি।
এ ব্যাপারে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
প্রভাবশালী মহল ও ভূমিদস্যুদের কর্তৃক দখলকৃত খালটি উদ্ধার করে পয়নিষ্কাশনের ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী এলাকাবাসী।