Prothomalo:
2025-10-03@03:55:28 GMT

এসব বলিউডের সঙ্গে যায় না

Published: 26th, September 2025 GMT

সিধেসাদা মিষ্টি মেয়ে ‘পুনম’। ২০০৬ সালে ‘বিবাহ’ ছবির মাধ্যমে চরিত্রটি ঘরে ঘরে ঢুকে গিয়েছিল। সেই সঙ্গে দর্শকের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন অমৃতা রাও। এত বছরে অনেক ছবিতে অভিনয় করেছেন। ‘ইশ্‌ক–বিশ্‌ক’, ‘ম্যায় হু না’, ‘মাস্তি’ বা ‘জলি এলএলবি’—একের পর এক সাফল্যের পালক। তবু এখনো দর্শক তাঁকে বেশি মনে করেন ‘বিবাহ’ ছবির পুনম হিসেবেই।
নতুন করে আবার আলোচনায় অমৃতা। ‘জলি এলএলবি ৩’–এ তাঁর চরিত্রটি সাড়া ফেলেছে। ছবির প্রচারণায় গিয়ে এক পডকাস্টে খোলাসা করেছেন নিজের অভিনয়জীবনের নানা কথা। শুনিয়েছেন কিছু জানা, কিছু অজানা অভিজ্ঞতা।

আলোচনায় ঘুরে ফিরে এসেছে পুরোনো ছবির প্রসঙ্গ। অমৃতা বলেন, ‘বিবাহ’ তাঁর জীবনের বিশেষ ছবি। এ ছবির হাত ধরেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। বলিউডের চাকচিক্য থেকে দূরে থেকেও আজও দর্শকের স্মৃতিতে টিকে আছেন কেবল এ ছবির জন্য। তাঁর ভাষ্যে, ‘আমি মনে করি, বিবাহ আমার কাছে একেবারেই আধ্যাত্মিক ছবি। ওপরওয়ালার কাছ থেকে পাওয়া এক উপহার।’

অমৃতা রাও। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ