কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ডেটিং অ্যাসিস্ট্যান্ট চালু করল ফেসবুক
Published: 27th, September 2025 GMT
নিজেদের ডেটিং সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘ডেটিং অ্যাসিস্ট্যান্ট’ ও ‘মিট কিউট’ নামের নতুন সুবিধা চালু করেছে ফেসবুক। ডেটিং অ্যাসিস্ট্যান্ট মূলত একটি এআই চ্যাটবট, যা ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী সঙ্গী খুঁজতে সাহায্য করবে। পাশাপাশি প্রোফাইল আরও কার্যকরভাবে সাজানোর পরামর্শও দেবে। সুবিধাটি ফেসবুক ডেটিংয়ের ‘ম্যাচেস’ ট্যাবে যুক্ত করা হয়েছে। ধাপে ধাপে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
এক ঘোষণায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ডেটিং অ্যাসিস্ট্যান্ট ও মিট কিউট নামের নতুন এআই সুবিধাগুলো ব্যবহারকারীদের ডেটিং অভিজ্ঞতাকে বর্তমানের তুলনায় আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রতি মাসে শত শত তরুণ (১৮-২৯ বছর বয়সী) ফেসবুক ডেটিং প্রোফাইল তৈরি করেন। তরুণদের মধ্যে ম্যাচের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেড়েছে। নতুন সুবিধাগুলো চালুর ফলে ব্যবহারকারীদের আর অনবরত সোয়াইপ করতে হবে না বা বাড়তি অর্থ খরচ করে সঙ্গী খুঁজতে হবে না।
মেটার তথ্যমতে, মিট কিউট সুবিধাটি তৈরি করা হয়েছে অনলাইন ডেটিংয়ে সিদ্ধান্তহীনতার সমস্যা কমাতে। ব্যক্তিগত অ্যালগরিদমের মাধ্যমে এটি ব্যবহারকারীদের জন্য সপ্তাহে একবার স্বয়ংক্রিয়ভাবে একটি ম্যাচ প্রস্তাব করবে। ব্যবহারকারী চাইলে ওই ম্যাচের সঙ্গে আলাপ শুরু করতে পারবেন, না চাইলে ‘আনম্যাচ’ করে সরে আসতে পারবেন। ভবিষ্যতে সময়সীমা বাড়ানো বা পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ফেসবুক ডেটিং সেবা চালু হলেও বাংলাদেশে এখনো চালু হয়নি। ফেসবুক ধীরে ধীরে নতুন অঞ্চলে সেবাটি সম্প্রসারণ করছে, তবে বাংলাদেশ এখনো সে তালিকার বাইরে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ সব ক
এছাড়াও পড়ুন:
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।
ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।