উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে শিশু শ্রেণিতে ভর্তি, আবেদন শেষ ১৫ অক্টোবর
Published: 27th, September 2025 GMT
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে শিশু শ্রেণিতে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।
আবেদনের তথ্য
অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ সময়: ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
অনলাইনে আবেদন ফি প্রদানের শেষ সময়: ১৬ অক্টোবর বিকেল পাঁচটা।
আরও পড়ুনশহীদ বীর-উত্তম লে আনোয়ারা গার্লস কলেজে নার্সারিতে ছাত্রী ভর্তি, আবেদন শুরু ১ অক্টোবর১ ঘণ্টা আগেদরকারি তথ্য১.
২. প্রার্থীর বয়স: ১ জানুয়ারি ২০২৬ সাল যাদের বয়স পাঁচ বছর বা পাঁচ বছরের বেশি, কিন্তু ছয় বছরের মধ্যে।
৩. ভর্তির আবেদন ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে।
৪. বিদ্যালয়ের ওয়েবসাইটে www.udayan.edu.bd গিয়ে Admission মেনু থেকে Online Admission–এ ক্লিক করতে হবে।
৫. অনলাইনে প্রদর্শিত আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। প্রার্থী ও মা–বাবার রঙিন ছবি (দৈর্ঘ্য 300 Pixel × প্রস্থ 300 Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ অনূর্ধ্ব 70 KB হতে হবে। [ছবির ফাইলের নাম যেকোনো Alphabet দিয়ে Rename করতে হবে, ফাইলের নামে কোনো Number/Special Character (i. e. ^, #, - etc. ) দিয়ে দেওয়া যাবে না।]
৬. পূরণ করা আবেদন ফরম Final Submit করার পর আবেদন ফরম ডাউনলোড করে নেবেন। ফরমটির নিচের দিকে পেমেন্ট–সংক্রান্ত তথ্য থাকবে, যা ভালোভাবে পড়ে পেমেন্ট সম্পূর্ণ করুন।
৭. আবেদনপত্রের ফি মোট ৩৩০ টাকা। অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। পেমেন্ট না করা পর্যন্ত প্রবেশপত্র প্রিন্ট বা ডাউনলোড হবে না। আবেদনপত্রের ফি ১৬ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে পরিশোধ করতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ সময় ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্তউৎস: Prothomalo
কীওয়ার্ড: ভর ত র
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫