বন্দরে দেওলী এলাকার চিহ্নিত চাঁদাবাজরা বেপরোয়া
Published: 27th, September 2025 GMT
বন্দরে পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণ করার সময় ৫০ হাজার টাকার চাঁদার দাবিতে নির্মাণাধীন ঘর ভাংচুর করেছে স্থানীয় চাঁদাবাজরা। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে ৪ জন আহত হয়। আহতরা হলো আমিনুল, ফয়েজ, ওমর ফারুক ও কালাম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেওলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই সময় আহতরা জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে ঘটনার সত্যতা পায়। এ ব্যাপারে আহত ফয়েজ মিয়া বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
আহতরা জানায়, শনিবার সকালে বন্দরের দেওলী চৌড়াপাড়া এলাকার কালাম মিয়ার তার নিজ বাড়ির পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণ কাজ শুরু করে। এ সময় একই এলাকার একাধিক চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামী চিহৃত চাঁদাবাজ সাঈদ, নাহিদ ও নাদিম তাদের সাঙ্গপাঙ্গোদের নিয়ে ঘর নির্মানে বাধা দেয় এবং নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
ওই সময় কালাম চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে উল্লেখিত ৪ জনকে জখম করে। পরে তারা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনা স্থলে এসে ঘটনার তদন্ত করে সত্যতা পান।
স্থানীয়রা জানায়, চাঁদাবাজদের অত্যচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে দেওলী চৌরাপাড়া এলাকাবাসী । তারা চুরি, ছিনতাইসহ কেউ নির্মাণ কাজ করতে গেলে তারা চাঁদা দাবি করে। উল্লেখিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ী অপহরণ মামলা রয়েছে।
এর আগে উল্লেখিত চাঁদাবাজরা মুন্সীগঞ্জ থেকে এক ব্যবসায়ীকে অপহরন করে এনে আটক রাখে পরে পুলিশ এসে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। এছাড়া তাদের বিরুদ্ধে থানায় একাধিক চাাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসকল চাঁদাবাজরা দেওলী উদয়ন ক্লাবকে টর্চ্যার সেল বানিয়ে বিভিন্ন মানুষকে ধরে এনে পিটিয়ে মুক্তিপন আদায় করে থাকে।
তাদের অত্যচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। তাই এলাকাবাসী তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক ব স
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে