ষষ্ঠীর সকালে ঘুরতে বের হবেন? তো কী ঠিক করলেন, সাবেকি নাকি পাশ্চাত্য ঘরানার পোশাক বেছে নেবেন? যে পোশাকই পরুন না কেন, একটু স্বাচ্ছন্দ্যের পোশাক পরাই ভাল।
ষষ্ঠীর সকালের সাজপোশাক
এ ক্ষেত্রে একটা সুতির শর্ট ড্রেস আর স্নিকার্স পরে নিতে পারেন। সুতি শাড়ি পরলে তার সঙ্গে ফ্ল্যাট হিল পরাই ভালো। এতে শরীরের ওজনে ভারসাম্য থাকবে।
আরো পড়ুন:
বাড়িতেই হেয়ার স্পা করার তিন নিয়ম
খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার
রূপ বিশেষজ্ঞরা বলছেন, ‘দিনের বেলা খুব বেশি কড়া মেকআপ না করাই ভালো।’ সুতরাং হালকা মেকআপ করে বের হতে পারেন। এক কথায় ষষ্ঠীতে নিজেকে ‘নো মেকআপ’ লুকে সাজাতে পারেন। তবে প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না! হালকা মেকআপও দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমার ভূমিকা রাখতে পারে। তারপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে একটু ফাউন্ডেশন আর কম্প্যাক ব্যবহার করুন।
চোখ সাজাতে হালকা শেডের আইশ্যাডো আর কাজল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লাইনার না পরলেও চলবে। খুবই সামান্য পরিমাণে হাইলাইটার ও ব্লাশ নিন। আর ঠোঁটে থাকতে পারে ন্যুড শেডের লিপস্টিক!
ষষ্ঠীর বিকালের সাজপোশাক
ষষ্ঠীর বিকেলে পূজা মণ্ডপের উদ্বোধন হয়। তখন আবার একটু সাবেকি সাজে নিজেকে সাজাতে পারেন। শাড়ি অথবা সালোয়ার কামিজ পরতে পারেন।
রাতের সাজে একটু কড় মেকআপ করতে পারেন। চোখে থাকতে পারে স্মোকি কাজল। সেক্ষেত্রে আই মেকআপ চড়া হলে লিপস্টিক লাইট হওয়াই ভালো। আর চুলে দিতে পারেন মেসি টপ বান।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর যত ন চ ল র যত ন ম কআপ
এছাড়াও পড়ুন:
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।
ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।