Risingbd:
2025-10-03@04:00:58 GMT

ষষ্ঠীর সারাদিনের সাজপোশাক

Published: 28th, September 2025 GMT

ষষ্ঠীর সারাদিনের সাজপোশাক

ষষ্ঠীর সকালে ঘুরতে বের হবেন? তো কী ঠিক করলেন, সাবেকি নাকি পাশ্চাত্য ঘরানার পোশাক বেছে নেবেন? যে পোশাকই পরুন না কেন, একটু স্বাচ্ছন্দ্যের পোশাক পরাই ভাল। 

ষষ্ঠীর সকালের সাজপোশাক
এ ক্ষেত্রে একটা সুতির শর্ট ড্রেস আর স্নিকার্স পরে নিতে পারেন। সুতি শাড়ি পরলে তার সঙ্গে ফ্ল্যাট হিল পরাই ভালো। এতে শরীরের ওজনে ভারসাম্য থাকবে। 

আরো পড়ুন:

বাড়িতেই হেয়ার স্পা করার তিন নিয়ম

খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরি, ৬ ঘণ্টা পর উদ্ধার

রূপ বিশেষজ্ঞরা বলছেন, ‘দিনের বেলা খুব বেশি কড়া মেকআপ না করাই ভালো।’ সুতরাং হালকা মেকআপ করে বের হতে পারেন।  এক কথায় ষষ্ঠীতে নিজেকে ‘নো মেকআপ’ লুকে সাজাতে পারেন। তবে প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না! হালকা মেকআপও দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমার ভূমিকা রাখতে পারে। তারপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে একটু ফাউন্ডেশন আর কম্প্যাক ব্যবহার করুন। 

চোখ সাজাতে হালকা শেডের আইশ্যাডো আর কাজল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লাইনার না পরলেও চলবে। খুবই সামান্য পরিমাণে হাইলাইটার ও ব্লাশ নিন।  আর ঠোঁটে থাকতে পারে ন্যুড শেডের লিপস্টিক! 

ষষ্ঠীর বিকালের সাজপোশাক

ষষ্ঠীর বিকেলে পূজা মণ্ডপের উদ্বোধন হয়। তখন আবার একটু সাবেকি সাজে নিজেকে সাজাতে পারেন। শাড়ি অথবা সালোয়ার  কামিজ পরতে পারেন। 

রাতের সাজে একটু কড় মেকআপ করতে পারেন।  চোখে থাকতে পারে স্মোকি কাজল। সেক্ষেত্রে আই মেকআপ চড়া হলে লিপস্টিক লাইট হওয়াই ভালো। আর চুলে দিতে পারেন মেসি টপ বান। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর যত ন চ ল র যত ন ম কআপ

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ