কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালকের সহকারী নিহত, আহত ৯
Published: 28th, September 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে রাখা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসটির চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। আজ রোববার ভোর ছয়টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মুরাদ (২৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ের মুসলিম পাড়ার জামাল হোসেনের ছেলে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত ব্যক্তিরা সবাই ঢাকায় একটি বেসরকারি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে দুজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন—চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার সাইদুল ইসলাম (২৮), নোয়াখালীর সোনাইমুড়ীর কম্বলনগরের আবদুল মোমেন (৪৮), লক্ষ্মীপুরের নন্দনপুর এলাকার নুর আলম (৪৩), পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ার সোহেল রানা (৩৮), সিরাজগঞ্জের কামারখন্দ ইউনিয়নের আবদুল কাদের (৩৪) ও মিজানুর রহমান (৫০), দিনাজপুর সদরের সোহেল রানা (৩৫), শরীয়তপুরের ভেদরগঞ্জের রিপন মণ্ডল (৩৪) এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার রবিউল হোসেন (৩৬)।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি সৌদিয়া পরিবহনের। এটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। ভোরে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় সড়কের পাশে থামিয়ে রাখা একটি কাভার্ড ভ্যানকে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই বাসটির চালকের সহকারী নিহত হন।
আহত যাত্রীদের একজন সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৯ জন মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে গাড়িতে ঘুমিয়ে পড়ি। ভোরে হঠাৎ বিকট শব্দ ও ধাক্কায় ঘুম ভাঙে। তখন বাসের সবাই চিৎকার করছিল। অনেকে জানালা ভেঙে বের হয়েছে। আটকে পড়াদের ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে