আন্তর্জাতিক নিন্দা, সমালোচনা সবকিছুকে উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকায় সামরিক অভিযানের নামে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭৯ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে মোট ৬৬ হাজার পাঁচ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৬৮ হাজার ১৬২ জন আহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু।

যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে তাদের ওপরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় নিহত এক শিশুর বাবা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী যে পথটিকে নিরাপদ ঘোষণা করেছিল সেই পথেই হামলা চালানো হচ্ছে।

তিনি বলেন, “আমাদের পরিবারের উপর ইসরায়েলি আর্টিলারি শেল আছড়ে পড়ায় আমরা অবাক হয়ে যাই। আমি ছয় মেয়ে এবং এক ছেলের জনক। আমার এক মেয়ে নিহত হয়েছে, অন্য দুইজন এবং ছেলে আহত হয়েছে। আমরা মৃত্যু থেকে পালাতে গিয়ে মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি, আরো হত্যার দিকে ছুটে যাচ্ছি।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ