সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকার কার্ড বিতরণ
Published: 28th, September 2025 GMT
দেশব্যাপী শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচিকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জে আয়োজন করা হয়েছে বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্পেইন।
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত আদমজী এমডাব্লিউ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিকার রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ও জন্মনিবন্ধন সেবা প্রদান করা হয়।
উদ্যোগটি গ্রহণ করেন আদমজী এমডাব্লিউ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি মোশারেফ হোসেন। তার নিজ অর্থায়নে শিক্ষার্থীদের হাতে টিকা রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
ক্যাম্পেইন প্রসঙ্গে মোশারেফ হোসেন বলেন, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ করে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা নিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
এজন্য আমি নিজ উদ্যোগে শুধু শিক্ষার্থীদের নয়, এলাকার সাধারণ জনগণকেও ফ্রিতে রেজিস্ট্রেশন করিয়ে দিচ্ছি এবং যাদের জন্মনিবন্ধন হয়নি তাদের বিনা খরচে এ সেবা প্রদান করছি।
তিনি আরও জানান, নাসিকের ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকায় জন্মনিবন্ধন সেবা চলমান রয়েছে এবং স্থানীয়রা এতে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমজী এমডাব্লিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রওশেনারা, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম তালুকদার, শিক্ষক প্রতিনিধি আতিকুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সচিব আলমঙ্গীরসহ শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ দ ন কর
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।