নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক নিবেদিত প্রাণ সংগঠক। তিনি খেলাধুলার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন এবং তরুণদের উৎসাহিত করেছেন।

বাংলাদেশের ফুটবলসহ নানা খেলায় তিনি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। কিন্তু বিগত সরকার সাড়ে ১৫ বছর ক্ষমতা থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গনের পরিবেশ, সেই পরিবেশকে নষ্ট করে দিয়েছে। কিশোরদের  হাতে খেলাধুলার পরিবর্তে মাদক তুলে দিয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজার অভয়ারণ্য হিসেবে যুব সমাজকে ব্যবহার করেছিল। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩নং ওয়ার্ডের রসুলবাগ বালুর মাঠে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

তিনি আরও বলেন, আমরা এদেশের যুবসামাজও ছাত্রসমাজসহ সবাইকে মূলস্রোতে রাখতে চাই। বেশি বেশি করে খেলাধুলা আয়োজন মাধ্যমে তাদের সমাজকে সুন্দর করে গঠন করে দিতে চাই।

আগামীতে যদি আমাদের দল ক্ষমতায় আসে তাহলে কি ক্রীড়াঙ্গনে আরো বেশি বেশি করে আমরা যুব সমাজের জন্য কাজ করব। আর আমাদের নেতাকর্মীদেরকে সমাজে ভালো কাজ করার মত মানুষের হৃদয় অবস্থান করতে হবে।  আর সমাজে কোন খারাপ কর্মকাণ্ড করা যাবে না। 

তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের বদনাম হয় এমন কর্মকান্ডের মাধ্যমে যোগদান কর্মীদেরকে অংশগ্রহণ করা যাবে না। এবং যুবদলের নেতাকর্মীরকে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। সমাজের জন্য কেউ কোন ধরনের খারাপ কাজ করা চেষ্টা করলে তাহলে আপনারা তা প্রতিহত করবেন।

বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করবেন আর মাদককে না বলবেন। সমাজে ভালো কাজ করবেন আর মন্দ কাজ থেকে বিরত থাকবেন। আমাদের নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী ভালো কাজের সাথে আছি এবং থাকবো। 

সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শওকত আলী রিয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহসান খলিল শ্যামল, মোফাজ্জল হোসেন আনোয়ার, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, আরমান হোসেন, আশিকুর রহমান অনি,রিয়াজুল আলম ইমন, শাহীন শরীফ, জুনায়েদ মোল্লা জনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম মাহমুদ অন্তু, সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহীম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ, সহ-সাধারণ সম্পাদক সম্রাট, সদস্য মনির হোসেন, ছাত্রদল নেতা যোবায়ের, রাকিব সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সাইদুল ইসলাম বাবু, ইব্রাহীম, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা  ইমরান, হিমেল,অনু, আমান, হাসিব, রৌশন, কামরুল, খোকা, রাফি,শান্ত, খোকা, নাজমুল প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ফ টবল ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন ত কর ম ছ ত রদল য বদল র ক জ কর কর ছ ন রহম ন

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন