ভোলায় ব্যবসায়িক দেনা-পাওয়া নিয়ে হাতাহাতি, পরে দুই ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষ
Published: 30th, September 2025 GMT
ভোলার সদর উপজেলার মাদ্রাসাবাজারে আলীনগর ও চরসামাইয়া ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ ব্যবসায়ী আব্বাস পাটোয়ারীর ব্যবস্থাপক রুহুল আমিনের ছেলে মহিনের সঙ্গে স্কেলমালিক ইভান পিন্টুর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে চরসামাইয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো.
খবর পেয়ে চরসামাইয়াবাসী পাল্টা হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে যুবদল নেতা আবদুস সালামসহ অন্তত ১০ জন আহত হন। তাঁদের তাৎক্ষণিকভাবে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়।
ইউপি সদস্য মো. ফেরদৌস বলেন, তাঁদের গাড়িসহ মালামাল মাপার স্কেলে আব্বাস কাঠ মেপে নেন, কিন্তু ভাড়া দেন না। এভাবে ১ হাজার ২০০ টাকা বাকি ছিল। ওই টাকা চাইতে গেলে ইভান পিন্টুর সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। তিনি বিষয়টি মীমাংসা করে দিলেও আব্বাসের ব্যবস্থাপক মহিন লোকজন জড়ো করে তাঁদের পরিবারের ওপর হামলা চালান এবং ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। আলীনগরের আবদুস সালামের নেতৃত্বে এ হামলা হয় বলে তিনি অভিযোগ করেন। এতে তাঁদের পরিবারের চার–পাঁচ আহত হন। এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হচ্ছে।
আবদুস সালামের স্ত্রী বলেন, তাঁর স্বামীসহ পাঁচ–ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বরিশালে নেওয়া হচ্ছে।
গতকাল রাতে আহত ব্যক্তিদের দেখতে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে যান সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। তিনি বলেন, ফ্যাসিস্টদের দোষরদের ইন্ধনে সামান্য ঘটনা সংঘর্ষে রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তথ্য উদ্ঘাটন করবে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাত মো. হাচনাইন পারভেজ ঘটনার জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হযেছে। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ স স ল ম স ঘর ষ ব যবস
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে