রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে টানা পাঁচ দিন ধরে দূরপাল্লার বাস চলছে না। আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো এই ধর্মঘট চলছে, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল সোমবার দুপুরে মালিকপক্ষের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিলেও কাজে ফেরেননি পরিবহনশ্রমিকেরা। ফলে দূরপাল্লার বাস চলাচল বন্ধই আছে।

কাজে না ফিরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে নগরের শিরোইল এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করেন শ্রমিকেরা। তাঁদের মাথায় ছিল কাফনের কাপড় বাঁধা। আজ বেলা পৌনে ১১টার দিকেও মাথায় কাফনের কাপড় পরে একই স্থানে বিক্ষোভ করছিলেন তাঁরা। বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা নানা স্লোগান দিচ্ছিলেন।

দেশ ট্রাভেলসের বাসচালক জিয়াউর রহমান বলেন, আজ দুপুরে নওদাপাড়া বাস টার্মিনালে সব শ্রমিকদের সঙ্গে সভা আছে। তাঁদের এখন সাত দফা দাবি। হয় একতা পরিবহনের মতো সুযোগ-সুবিধা দিতে হবে অথবা সাত দফা দাবি মানতে হবে।

আরও পড়ুনধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরও রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস চালু হয়নি১৬ ঘণ্টা আগে

শ্রমিকদের সাত দফা দাবি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে চালকের জন্য ২ হাজার ২০০ টাকা, সুপারভাইজার ১ হাজার ২০০ ও হেলপারের (চালকের সহকারী) জন্য ১ হাজার ১০০ টাকা দিতে হবে। রহনপুর ও কানসাট গেলে আরও ১০০ টাকা করে বেশি দিতে হবে। এ ছাড়া এসি বাসের জন্য চালককে ২ হাজার ৫৫০ টাকা, সুপারভাইজার ১ হাজার ৪০০ ও হেলপার পাবেন ১ হাজার ৩০০ টাকা; খোরাকি প্রতি বেলা জনপ্রতি ১৫০ টাকা; মুঠোফোন বিল ৩০ টাকা প্রতি ট্রিপ ও হোটেল বিল ২৫০ টাকা যাওয়া আসাতে; ঈদ বোনাস দিতে হবে; রিজার্ভ বাসের ক্ষেত্রে প্রতি বেলা ২০০ টাকা করে খোরাকি ও প্রতি দিনে ১টি করে বেতন; গাড়ি নাটোর পার হয়ে নষ্ট হলে ফুল বেতন দিতে হবে; ঢাকা গাড়ি রেখে এলে বা গিয়ে নিয়ে আসলে ফুল বেতন দিতে হবে।

জিয়াউর বলেন, আজ শ্রমিকেরা সবাই বসবেন। সেখানে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আবার জানাবেন। তাঁদের আন্দোলন চলবে।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ। এর আগে ৭ সেপ্টেম্বর বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা তিন জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দিয়েছিলেন। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে তাঁরা বাস চলাচল শুরু করলেও আশানুরূপ বেতন-ভাতা বৃদ্ধি না হওয়ায় ২২ সেপ্টেম্বর সকাল থেকে আবারও কর্মবিরতি শুরু করেন। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস বন্ধ ছিল। তারপর বৃহস্পতিবার মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। এখন মালিকপক্ষ বাস ধর্মঘট প্রত্যাহার করে নিলেও কাজে ফিরছেন না শ্রমিকেরা।

গতকাল দুপুরে টিকিট কেটেছিলেন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য, সকালে এসে দেখেন এখনো বাস চালু হয়নি। ভোগান্তিতে পড়েন দূরপাল্লায় যাওয়া মানুষেরা। আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরের শিরোইল ঢাকা বাস টার্মিনালে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ল কপক ষ

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ