খাগড়াছড়িতে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক, অবরোধ তুললে ১৪৪ ধারা প্রত্যাহার
Published: 30th, September 2025 GMT
স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার জের ধরে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালনরত জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। সেখানে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে প্রশাসন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার উপস্থিতিতে এ বৈঠকে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে আট দাবি তুলে ধরা হয়।
পরে রাতে জুম্ম ছাত্র-জনতার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিভিল প্রশাসন মৌখিকভাবে ১৪৪ ধারা প্রত্যাহার ব্যতীত বাকি সব দাবি মানার কথাই জানিয়েছে। পাশাপাশি, সামরিক বাহিনীর পক্ষ থেকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন ১৪৪ ধারা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছে।”
“এই আলোচনার মাধ্যমে সরকার ও প্রশাসনের সাথে আমাদের আনুষ্ঠানিক সংলাপের যে সূচনা হয়েছে, সেটি আমরা স্বাগত জানাই। তবে, এটি কোনোভাবে আমাদের অধিকার ও অভ্যুত্থান খালি কথায় গৃহীত হবে, তা নয়।”
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.
প্রশাসনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসক মো. এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। আন্দোলনকারীদের পক্ষে ছিলেন কৃপায়ন ত্রিপুরা, বাগীশ চাকমা, ছদক চাকমা, পিন্টু চাকমা, মনিকা চাকমা ও তোশিতা চাকমা।
ঢাকা/রূপায়ন/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ১৪৪ ধ র আম দ র অবর ধ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।