মনোহরদীতে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের জানাজায় মানুষের ঢল
Published: 30th, September 2025 GMT
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শেষবারের মতো তাঁর জানাজায় অংশ নেন স্থানীয় কয়েক হাজার মানুষ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে নূরুল মজিদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার ব্রাহ্মণহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গতকাল সোমবার এশার নামাজের পর রাজধানীর গুলশান এলাকার আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়।
আরও পড়ুনকারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন২৯ সেপ্টেম্বর ২০২৫জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে ঢাকা থেকে গ্রেপ্তার হন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ২৭ সেপ্টেম্বর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত রোববার বিকেলে তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।
আজ সকাল সাড়ে ১০টা থেকে মনোহরদী ও বেলাব উপজেলাসহ বিভিন্ন এলাকার হাজারো লোক নূরুল মজিদের জানাজায় অংশ নিতে শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হন। বেলা ১১টার দিকে তাঁর লাশ মাঠে উপস্থিত হলে এক আবেগঘন অবস্থার সৃষ্টি হয়। পরে জানাজা শেষে লাশ ব্রাহ্মণহাটা গ্রামের পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর ২০০৮ সাল থেকে সর্বশেষ ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ-দলীয় সংসদ সদস্য ছিলেন। শেষ দুই মেয়াদে তিনি সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।