খাগড়াছড়িতে সহিংসতা তদন্তে ৫ সদস্যের কমিটি
Published: 30th, September 2025 GMT
এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের জের ধরে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সংঘর্ষ ও সহিংসতার বিষয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
খাগড়াছড়ির জেলা প্রশাসক বলেছেন, অবরোধ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আন্দোলনকারীদের দাবি পূরণের জন্য অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন। সাম্প্রতিক ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক পরিদর্শনকালে হতাহত ও সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিপূরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি।
এ বি এম ইফতেখারুল ইসলাম বলেছেন, আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু হয়েছে। তারা যে আটটি দাবি জানিয়েছেন, তার সাতটি প্রক্রিয়াধীন আছে। আলোচনার টেবিলেই সমাধান হবে।
পরিদর্শনকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো.
স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ চলাকালে গত রবিবার গুইমারা উপজেলার রামসু বাজার ও আশপাশের এলাকায় সহিংসতায় তিনজন নিহত হন। রামসু বাজারের দোকানপাট, বসতবাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করা হয়। সেখানে সেনা কর্মকর্তাসহ অনেকে আহত হন।
ঢাকা/রূপায়ন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ