Prothomalo:
2025-10-03@04:01:01 GMT

বাণিজ্যিক যানের পূর্বাপর

Published: 30th, September 2025 GMT

চাকা আবিষ্কার সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল। তেমনই মানব ইতিহাসের বাঁকবদলের আরও একটি মৌলিক উদ্ভাবন পরিবহনব্যবস্থা, বিশেষত বাণিজ্যিক পরিবহন। প্রাচীন যুগে মানুষ পণ্য পরিবহন, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য বা যাত্রী পরিবহনের কাজে ঠেলাগাড়ি, টানাগাড়ি বা রথ ব্যবহার করত। ঘোড়া, গরু বা উটের মতো শক্তিধর প্রাণীর পাশাপাশি মানুষ নিজেও এই ঠেলা বা টানার কাজটি করত।

বাণিজ্যিক বাহনের ধারণায় বৈপ্লবিক পরিবর্তন আসে ১৮ শতকে। এ ক্ষেত্রে মূল ভূমিকা রাখে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার। ব্রিটিশ প্রকৌশলী ও রসায়নবিদ জেমস ওয়াট ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।

১৮০০ সালের শুরুর দিকে ব্রিটিশ উদ্ভাবক রিচার্ড ট্রেভিথিক প্রথম বাষ্পচালিত সড়কযান তৈরি করেন। ১৮০৪ সালে প্রথম সফল বাষ্পীয় লোকোমোটিভও তৈরি করেন তিনি। এ উদ্ভাবন পরিবহনজগতে একটি নতুন যুগের সূচনা করে। ১৮৫০ সালে তৈরি হয় বাষ্পচালিত ট্রাক্টর। প্যারিস শহরে যাত্রী পরিবহনের কাজে এটি ব্যবহৃত হতো। এর আগে ১৮৩০–এর দশকে ওয়াল্টার হ্যানকক লন্ডনে বাষ্পচালিত বাস চালু করেছিলেন।

এরপর দৃশ্যপটে আসে অন্তর্দহ ইঞ্জিন (ইন্টারনাল কমবাসন ইঞ্জিন)। ১৮৮৬ সালে জার্মান ইঞ্জিন নকশাবিদ ও প্রকৌশলী কার্ল বেঞ্জ পেট্রলচালিত গাড়ি আবিষ্কার করেন। এর মধ্য দিয়ে আধুনিক বাণিজ্যিক যানবাহনের পথ খুলে যায়। ১৮৯৬ সালে জার্মান প্রকৌশলী ও শিল্পপতি গটলিয়েব ডাইমলার তাঁর ব্যবসায়িক অংশীদার উইলহেম মেবাখের সঙ্গে যৌথভাবে প্রথম মোটরচালিত ট্রাক তৈরি করেন।

১৯২০ দশকে এসে ভারী ট্রাক ও বাসে ডিজেল ইঞ্জিনের ব্যবহার শুরু হয়। ১৯৩০ দশকে হাইড্রোলিক ব্রেক সিস্টেমসহ অন্যান্য নিরাপত্তা প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মধ্য দিয়ে বাণিজ্যিক পরিববহনব্যবস্থার সত্যিকারের আধুনিকায়ন শুরু হতে থাকে। ১৯৪০ দশকে শীতাতপনিয়ন্ত্রিত ট্রাক চালু হয়। এতে কৃষিপণ্য, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন চিকিৎসাপণ্য দূরপাল্লায় পরিবহন সম্ভব হয়।

১৯৫০ থেকে ১৯৬০–এর দশকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্সিডিজ বেঞ্জ, ভলভো, স্ক্যানিয়া, ম্যাক, টাটা প্রভৃতি কোম্পানি বাণিজ্যিক যানবাহন উৎপাদনে এগিয়ে আসে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর বহন ব যবস ব যবহ

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ