অবশেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
Published: 30th, September 2025 GMT
পুনরায় বন্ধ হওয়ার ২১ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।
এর আগে সোমবার সন্ধ্যায় রাজশাহীর শ্রমিকদের বাধায় এসব রুটে বাস চলাচল আবারও বন্ধ হয়ে যায়। ফলে, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বাস চলাচল বন্ধের সূত্রপাত হয়েছিল শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে। দুই দফা কর্মবিরতির পর গত সোমবার ঢাকায় বাস মালিক ও শ্রমিক নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে শ্রমিকদের বেতন-ভাতা ও খোরাকি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেছেন, ঢাকায় সব দাবি মেনে নেওয়ার সিদ্ধান্তের পর সোমবার বিকেল ৪টা থেকেই চাঁপাইনবাবগঞ্জ থেকে কয়েকটি বাস ছেড়ে গিয়েছিল। কিন্তু, সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি।
শরিফুল ইসলাম অভিযোগ করেন, সোমবার সন্ধ্যায় রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে দেশ ট্রাভেলসের এক চালককে মারধর করা হয়। রাজশাহীর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জের বাসগুলোকে তাদের জেলার ওপর দিয়ে যেতে বাধা দেয়। এ কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ২১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও বাস চলাচল শুরু হয়েছে।
ঢাকা/শিয়াম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ থ ক স মব র
এছাড়াও পড়ুন:
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।
ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।