যত্রতত্র ঝুলছে রাজনৈতিক ব্যানার ও পোস্টার
Published: 30th, September 2025 GMT
বাংলাদেশের শহর ও নগরীতে আজ এক সাধারণ দৃশ্য চোখে পড়ে—যত্রতত্র ঝুলছে রাজনৈতিক ব্যানার ও পোস্টার। শুভেচ্ছা জানানো কিংবা সমর্থন প্রকাশের নামে পুরো শহরের রাস্তাঘাট, বিদ্যুতের খুঁটি, গাছপালা, এমনকি ঐতিহাসিক স্থাপনাও ঢেকে দেওয়া হচ্ছে বিশাল আকারের ব্যানার ও ফেস্টুনে। এতে শুধু শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে না, নগরের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গ্রাম থেকে শহর—সব জায়গায় এখন ব্যানার ও পোস্টারের প্রতিযোগিতা চলছে। স্থানীয় পর্যায়ের পাতিনেতা থেকে শুরু করে উচ্চপদস্থ নেতা পর্যন্ত সবাই এই প্রতিযোগিতায় যুক্ত। ফলে পুরো শহর যেন একরকম ব্যানার ও পোস্টারের দখলে চলে গেছে। অথচ জনগণ শিক্ষিত ও সচেতন নেতৃত্বের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।
রাজনৈতিক দলগুলোর হাইকমান্ডের উচিত এখনই তৃণমূলে স্পষ্ট নির্দেশনা দেওয়া, যাতে অকারণে ব্যানার ও পোস্টার দিয়ে নগরীর পরিবেশ নষ্ট না হয়। একই সঙ্গে সরকারেরও উচিত দ্রুত প্রজ্ঞাপন জারি করে যত্রতত্র ব্যানার ও ফেস্টুন লাগানো বন্ধ করা। আর কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নগরের সৌন্দর্য, স্থাপনা ও নাগরিক পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের উদ্যোগ জরুরি। শহরকে যদি আমরা আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে চাই, তবে এই অপচয়ী ও অগোছালো ব্যানার–পোস্টারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই হবে।
রিফাত রহমান
শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন অনুষদ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫