ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, ২৬ জনের মৃত্যু
Published: 1st, October 2025 GMT
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ১৫০ জন আহত হয়েছেন। ধসে পড়েছে অনেক ভবন। নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধার তৎপরতা চলছে। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
আরো পড়ুন:
৬.
চাঁদে কী ভূমিকম্প হয়?
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সেবুর উত্তর প্রান্তে বোগো শহরের কাছে উপকূলে ভূমিকম্পের উৎপত্তি হয়। পরপর চারটি শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে।
ভূমিকম্পে শত বছরের পুরনো একটি গির্জাসহ একাধিক ভবন ধসে পড়ে। সেবুর একটি সেতু প্রচণ্ডভাবে কেঁপে ওঠায় মোটরসাইকেল চালকেরা গাড়ি থামিয়ে রেলিং আঁকড়ে ধরেন। বিদ্যুৎ বিভ্রাটও হয়েছে বিভিন্ন এলাকায়।
সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানিয়েছেন, বেশ কিছু বাড়ি ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া ও আহতদের উদ্ধারে জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
সাহায্যের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমাদের ওষুধ, খাবার ও চিকিৎসক দলের জরুরি প্রয়োজন।”
সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান রেমিজিও শহর। শহরটির একটি স্পোর্টস কমপ্লেক্স ধসে পড়ে সাত জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দমকল ও কোস্টগার্ড সদস্যও রয়েছেন।
বোগো সিটিতে অন্তত ১৩ জন, মেডেলিন ও টাবুয়েলানে আরো দুজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ঢাকা/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ন হত ভ ম কম প ত হয় ছ
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি