প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করে দেয় চ্যাটজিপিটি। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ, কবিতাসহ ই-মেইলের খসড়াও লিখে দেয় চ্যাটবটটি। এবার চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটার সুবিধা চালু করেছে ওপেনএআই। এ সুবিধা চালুর ফলে অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ না করেই চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি পছন্দের পণ্য কেনা যাবে।

ওপেনএআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি চ্যাটজিপিটির মাধ্যমে পণ্য কিনতে পারবেন। নতুন এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘ইনস্ট্যান্ট চেকআউট’। প্রাথমিকভাবে নির্বাচিত বিক্রেতা ও প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। এত দিন চ্যাটজিপিটিতে কোনো পণ্যের খোঁজ মিললেও কিনতে হলে ব্যবহারকারীদের আলাদা ওয়েবসাইটে যেতে হতো। নতুন সুবিধা চালুর ফলে কেনাকাটার শেষ ধাপও সম্পন্ন হবে চ্যাটজিপিটির ভেতরে।

চ্যাটজিপিটির মাধ্যমে অনলাইনে পছন্দের পণ্য কেনার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। ওপেনএআইয়ের তথ্যমতে, আপাতত একবারে কেবল একটি পণ্য কেনা যাবে। তবে নতুন এ সুবিধা ব্যবহারকারীদের অনলাইন কেনাকাটার অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ব্যবসায়ীরা সহজেই নিজেদের পণ্য সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারবেন। যদিও অ্যামাজন বা ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠান এখনো এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়নি।

চ্যাটজিপিটির ব্যবহার বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নিয়েছে ওপেনএআই। এর আগে চ্যাটজিপিটিতে পণ্য অনুসন্ধান ও সুপারিশসুবিধা চালু করে প্রতিষ্ঠানটি। নতুন সুবিধা চালুর বিষয়ে ওপেনএআইয়ের বাণিজ্য বিভাগের প্রধান মিশেল ফ্রাডিন জানিয়েছেন, চ্যাটজিপিটির প্রতি ১০ জন ব্যবহারকারীর অন্তত ১ জন কেনাকাটায় আগ্রহ দেখান। তাঁদের জন্য সরাসরি কেনাকাটার সুযোগ তৈরি করা যৌক্তিক পদক্ষেপ।

সূত্র: টেকলুসিভ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।

ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ