১৫ দিনের ব্যবধানে নতুন আইওএস হালনাগাদ করল অ্যাপল, কেন
Published: 1st, October 2025 GMT
নতুন মডেলের আইফোন ও আইওএস অপারেটিং সিস্টেম আনার পর থেকে বেশ ভালোই ঝামেলায় পড়েছে অ্যাপল। নতুন মডেলের আইফোনে বিভিন্ন সুবিধা কাজ না করার পাশাপাশি গত ১৫ সেপ্টেম্বর বাজারে আসা ‘আইওএস ২৬’ অপারেটিং সিস্টেমে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। তাই মাত্র ১৫ দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার ত্রুটিগুলোর সমাধান করে ‘আইওএস ২৬.
আইফোন ব্যবহারকারীদের হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, আইওএসের হালনাগাদ সংস্করণটিতে হঠাৎ ওয়াই-ফাই ও ব্লটুথ সংযোগ বিচ্ছিন্নের ত্রুটিসহ মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার সমস্যার সমাধান করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু নিরাপত্তাত্রুটিও দূর করা হয়েছে।
বাজারে আসার পরপরই নতুন আইফোনের অ্যাপল ইন্টিলিজেন্স কাজ না করার পাশাপাশি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি অ্যাপল। তবে আইওএস ২৬.০.১ সংস্করণ নামানোর পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে না বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবহারকারী।
আরও পড়ুনআইফোনের নতুন মডেলে ত্রুটি, ভোগান্তিতে ব্যবহারকারীরা৩০ সেপ্টেম্বর ২০২৫আইওএস ২৬ অপারেটিং সিস্টেমের সবচেয়ে আলোচিত সুবিধা হচ্ছে ‘লিকুইড গ্লাস ইফেক্ট’। তবে এই ইফেক্টের কারণে সহজে বার্তা পড়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। কাচের মতো স্বচ্ছ এই ইফেক্ট অ্যাপ আইকন, হোমস্ক্রিন ও লকস্ক্রিনে যুক্ত থাকায় সেগুলো ব্যবহারেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।
সূত্র: ডেইলি মেইল
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র অ য পল আইফ ন
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপে একাধিক নতুন সুবিধা চালু
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। কিন্তু হঠাৎ বন্ধু বা পরিচিত কেউ ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় আশপাশের পরিবেশ নিয়ে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে মেটা এআইয়ের সহায়তায় ভিডিও কলের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির পটভূমি ব্যবহারের সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীরা চাইলে পছন্দের ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করে ভিডিও কল করতে পারবেন। শুধু তা–ই নয়, ছবি ও ভিডিও পাঠানোর সময়ও এআই পটভূমি ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে এই সুবিধা সীমিতসংখ্যক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ব্যবহারকারীদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে লাইভ ফটো ও মোশন ফটো নামের দুটি সুবিধাও চালু করেছে হোয়াটসঅ্যাপ। আইওএসের জন্য তৈরি লাইভ ফটো এবং অ্যান্ড্রয়েডের জন্য তৈরি মোশন ফটো সুবিধার মাধ্যমে ছবিতে আশপাশের শব্দ যুক্ত করে পাঠানো যাবে। শুধু তা–ই নয়, নতুন চ্যাট থিমও তৈরি করা যাবে। আইওএসের পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ডকুমেন্ট স্ক্যান সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় সরাসরি ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সংরক্ষণে পাশাপাশি সেগুলো অন্যদের পাঠানো যাবে।
কথোপকথনকে আরও প্রাণবন্ত করতে নতুন স্টিকার প্যাক যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। স্টিকারগুলো বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারে। নতুন স্টিকারগুলোর মধ্যে রয়েছে ‘ফিয়ারলেস বার্ড’, ‘স্কুল ডেজ’ এবং ‘ভ্যাকেশন’। গ্রুপ সার্চেও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। অনেক সময় গ্রুপ চ্যাটের নাম মনে রাখা কঠিন হয়ে পড়ে। সুবিধাটি চালুর ফলে গ্রুপের সঙ্গে যুক্ত পরিচিত কোনো ব্যক্তির নাম লিখে সার্চ করলেই সেই গ্রুপের সন্ধান পাওয়া যাবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপের এই ৭ সুবিধা সম্পর্কে জানেন তো২৩ সেপ্টেম্বর ২০২৫অন্যদের পাঠানো বার্তা, ছবি বা ভিডিওর উত্তর দ্রুত জানানোর সুযোগ দিতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। এরই মধ্যে সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে অন্যদের পাঠানো উত্তরগুলো থ্রেড আকারে সাজানো হবে। এর ফলে গ্রুপ ও ব্যক্তিগত চ্যাট উভয় ক্ষেত্রেই কথোপকথনের সব তথ্য সহজে জানা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সুবিধাটি সবার জন্য চালু করা হতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, নিরাপদ থাকবেন যেভাবে১৯ আগস্ট ২০২৫