ফেসবুকে ভ্রমণে যাওয়ার প্রলোভন দেখিয়ে ম্যালওয়্যার আক্রমণ
Published: 2nd, October 2025 GMT
ফেসবুকে ভ্রমণ ইভেন্ট আয়োজনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে ড্যাটজব্রো ম্যালওয়্যার। ট্রোজান ঘরানারা ম্যালওয়্যারটি ব্যবহার করে দূর থেকে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে ব্যাংক হিসাব থেকে অর্থ চুরি করতে পারে সাইবার অপরাধীরা। নেদারল্যান্ডসের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান থ্রেটফেব্রিক জানিয়েছে, গত আগস্টে অস্ট্রেলিয়ায় প্রথম এই ম্যালওয়্যার শনাক্ত হয়। দেশটির কয়েকজন ব্যবহারকারী ফেসবুক গ্রুপে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযুক্ত ফেসবুক গ্রুপে ‘সক্রিয় প্রবীণদের ভ্রমণ’ নামে নানা ইভেন্টের তথ্য প্রচার করা হচ্ছিল।
থ্রেটফেব্রিকের গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনে ড্যাটজব্রো ম্যালওয়্যার প্রবেশ করানোর জন্য ফেসবুকে প্রবীণদের সামাজিক আড্ডা, দলগত ভ্রমণ বা কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহকে কাজে লাগানো হয়। ফেসবুক গ্রুপে প্রচারিত আধেয়গুলো (কনটেন্ট) কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়। ভ্রমণের বিষয়ে কেউ আগ্রহ দেখালে, তাঁর সঙ্গে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। এরপর তাঁদের একটি ভুয়া ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপটি ডাউনলোড করলেই ম্যালওয়্যারটি গোপনে স্মার্টফোনে ইনস্টল হয়ে যায়।
ড্যাটজব্রো অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজানের মতোই ক্ষতিকর। এর ফলে ম্যালওয়্যারটি স্মার্টফোনের অডিও রেকর্ড ও ছবি তোলা, ফাইল ও ছবি চুরি, ওভারলে আক্রমণ, রিমোট কন্ট্রোল ও কি লগিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতারণা করতে পারে। ম্যালওয়্যারটির বিশেষ বৈশিষ্ট্য হলো রিমোট কন্ট্রোল মোড। এর মাধ্যমে ভুক্তভোগীর স্মার্টফোনের পর্দায় প্রদর্শিত সব তথ্য দূর থেকে সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা।
থ্রেটফেব্রিক জানিয়েছে, ম্যালওয়্যারটির সোর্স কোডে চীনা ভাষার ডিবাগ ও লগ স্ট্রিং পাওয়া গেছে। এর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা ওয়েব প্যানেলের বদলে ডেস্কটপ অ্যাপ্লিকেশনভিত্তিক। ধারণা করা হচ্ছে, ম্যালওয়্যারটির সিস্টেমের একটি কম্পাইলড সংস্করণ অনলাইনে ফাঁস হয়েছে। ফলে ড্যাটজব্রো ম্যালওয়্যার বিভিন্ন সাইবার অপরাধীরা ব্যবহার করছে।
সূত্র: দ্য হ্যাকার নিউজ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম য লওয় য র ব যবহ র ফ সব ক ভ রমণ
এছাড়াও পড়ুন:
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।
ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।