নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা বিএনপিকে রাষ্ট্রক্ষমতা দেখতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার জন্য আমাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এই লিফলেটের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে রাষ্ট্র মেরামতসহ দেশের জনগণের জন্য কি কি উদ্বেগ গ্রহণ করা হয়েছে তা উপস্থাপন করা হয়েছে। সুতরাং তারেক রহমানের এই লিফলেট আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) বিকেলে মদনপুর বাসস্ট্যান্ড বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ পূর্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

‎এসময়ে মদনপুর স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন তারেক রহমানের ৩১দফার লিফলেট জনসাধারণ, দোকানদার, পথচারী, রিক্সা চালকদের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।

‎তিনি বলেন, এদেশের মানুষ জিয়াউর রহমান সাপ কে অনেক ভালবাসতেন। তিনি খাল খনন করেছেন কৃষি বিপ্লব ঘটিয়েছেন। আমরা জিয়াউর রহমান সাবে সেই রাজনীতি কিন্তু জনগণের মাঝে উপস্থাপন করতে চাই। এই মদনপুর ইউনিয়নে বেশিরভাগ হলো কৃষক এবং শ্রমিক অধ্যুষিত এলাকা। কৃষক এবং শ্রমিকরাই কিন্তু এদেশের মূল চালিকা শক্তি।

তাদের মুখে হাসি ফুটলে কিন্তু এদেশের মুখে হাসি ফুটবে। বিএনপির সব সময়ই শ্রমিক এবং কৃষকদের পক্ষে ছিল। আমাদের নেতা তারেক রহমান এদেশে এমন একটি সমাজ ব্যবস্থা করতে চাই যেখানে কোন শ্রেণী বৈষম্য থাকবে না। কৃষক শ্রমিক ও মেহনতি মানুষ আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে গড়ে তুলবো।

‎তিনি আরও বলেন, আমাদের ৩১ দফার মধ্যে কিন্তু আমাদের নেতা তারেক রহমান নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেছেন। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যে ঘরের নারী প্রদান তার নামে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

ফ্যামিলি কার্ডটা মাধ্যমে প্রতিমাসে ন্যায্য মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাবে। নারীর মর্যাদা বৃদ্ধির জন্যই কিন্তু এই উদ্যোগটা নেয়া হয়েছে। শুধু তাই না নারীদেরকে শিক্ষা ও কর্মক্ষেত্র কিন্তু সর্বোচ্চ অগ্রধিকার দেওয়া হবে।

অনেক ক্ষেত্রে আবার নারীরা শুধু চিকির সাথে কে বঞ্চিত হয়। তার জন্য প্রত্যেকটা পরিবার যাতে সুচিকিৎসা পায় তার জন্য তাদেরকে হেল্প কার্ড দেওয়া হবে। আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আমরা এই সুচিকিৎসা নিশ্চিতের জন্য হেল্প কার্ড দেওয়া হবে। যাতে তারা যেকোনো রোগের  চিকিৎসা করতে গেলে তাদেরকে চিকিৎসা দিতে বাধ্য থাকে।

‎বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটনের সঞ্চালনায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.

আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, সদর থানা বিএনবিএনপিরপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির।

‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা আমিনুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল,  মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন ত র ক রহম ন র ন র য়ণগঞ জ ব এনপ র স ত র জন য ন ব এনপ আম দ র ল ফল ট ক ষমত উপস থ

এছাড়াও পড়ুন:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সজল-সাহেদের নেতৃত্বে শহরে যুবদলের র‌্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সু- সজ্জিত হয়ে শহরে বিশাল র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

‎এসময়ে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি থেকে মহানগর যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ । যুবদলের নেতাকর্মীদের মুখে শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের আশপাশ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোড় থেকে শহরে বিশাল র‌্যালি করে মহানগর যুবদল। এ সময় র‌্যালিতে যোগ দেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। পরে র‌্যালিটি মহানগর বিএনপির মূল র‌্যালির সাথে অংশগ্রহণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামানের পক্ষে বিশাল শোডাউন
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামান মাসুদের তাক লাগানো শোডাউন
  • না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর
  • ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব
  • বন্দরে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের র‌্যালি
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নাজমুল হকের শোডাউন
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সজল-সাহেদের নেতৃত্বে শহরে যুবদলের র‌্যালি
  • মাসুদুজ্জামানের পক্ষে বন্দর উপজেলা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • মুন্সিগঞ্জের গণমাধ্যমকর্মী বন্দরে ছিনতাইকারির কবলে, আটক ১