ভারতের বহুল চর্চিত, নানা কারণে বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’। কয়েক বছর ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালমান খান। অভিনেতা ‘বিগ বস’ সঞ্চালনা করে কত পারিশ্রমিক পান, তা নিয়ে প্রতিবছরই নানা ধরনের গুঞ্জন শোনা যায়। সম্প্রতি খবর হয়েছে, অভিনেতা এবার ‘বিগ বস’ থেকে ১৫০ কোটি রুপি বা পায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। কিন্তু এটা কি আদৌ সত্যি?
সালমানের পারিশ্রমিক নিয়ে গুঞ্জনের মধ্যে কথা বলেছেন ‘বিগ বস ১৯’-এর নির্মাতা ঋষি নেগি। তিনি স্পষ্ট করে জানান, সালমানের চুক্তি সরাসরি জিওহটস্টারের সঙ্গে, তাই তিনি সঠিক অঙ্ক জানেন না।

ঋষি নেগি বলেন, ‘এ চুক্তি জিওহটস্টার ও সালমান স্যারের মধ্যে। তাই এর বিস্তারিত আমার জানা নেই। তবে যা–ই হোক না কেন, তিনি উচ্চ পারিশ্রমিকের যোগ্য।’

‘বিগ বস’–এর প্রচারে সালমান খান। এএফপি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব গ বস

এছাড়াও পড়ুন:

সালমান কি সত্যিই ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন

ভারতের বহুল চর্চিত, নানা কারণে বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’। কয়েক বছর ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালমান খান। অভিনেতা ‘বিগ বস’ সঞ্চালনা করে কত পারিশ্রমিক পান, তা নিয়ে প্রতিবছরই নানা ধরনের গুঞ্জন শোনা যায়। সম্প্রতি খবর হয়েছে, অভিনেতা এবার ‘বিগ বস’ থেকে ১৫০ কোটি রুপি বা পায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। কিন্তু এটা কি আদৌ সত্যি?
সালমানের পারিশ্রমিক নিয়ে গুঞ্জনের মধ্যে কথা বলেছেন ‘বিগ বস ১৯’-এর নির্মাতা ঋষি নেগি। তিনি স্পষ্ট করে জানান, সালমানের চুক্তি সরাসরি জিওহটস্টারের সঙ্গে, তাই তিনি সঠিক অঙ্ক জানেন না।

ঋষি নেগি বলেন, ‘এ চুক্তি জিওহটস্টার ও সালমান স্যারের মধ্যে। তাই এর বিস্তারিত আমার জানা নেই। তবে যা–ই হোক না কেন, তিনি উচ্চ পারিশ্রমিকের যোগ্য।’

‘বিগ বস’–এর প্রচারে সালমান খান। এএফপি

সম্পর্কিত নিবন্ধ