বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, প্রার্থীর পক্ষে শোডাউন
Published: 6th, November 2025 GMT
কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে এবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের নারী নেতা–কর্মীরা। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন তাঁর সমর্থকেরা।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি ছিলেন।
কুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সমর্থকদের মোটরসাইকেল শোডাউন। আজ বৃহস্পতিবার বিকেলে কুমারখালী শহরে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
বিপুল ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২
নেত্রকোণার বারহাট্টায় অবৈধ পথে আনা বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার কাঁকুড়াবাজার এলাকা থেকে চালানটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- কাভার্ডভ্যানের চালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বির (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, কাভার্ডভ্যানটি সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বারহাট্টার কাঁকুড়া এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় এলাকাবাসী কাভার্ডভ্যানের ভেতরে কী আছে জানতে চাইলে চালক ও তার সহকারী স্পষ্ট জবাব দিতে পারেননি। স্থানীয়দের সন্দেহ হলে কাভার্ডভ্যান খুলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানসহ দুজনকে আটক করে নিয়ে যায়।
আটক চালক ইব্রাহিম বলেন, ‘‘ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্য বোঝাই করে রওনা হই। পথে বিভিন্ন স্থানে আমাদের সহযোগীরা পথ দেখায়। ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এরপরই এলাকাবাসী আমাদের ধরে ফেলে।’’
বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘‘কাভার্ডভ্যানটি থানায় এনে জব্দ তালিকা প্রস্তুতির কাজ চলমান। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ইবাদ/রাজীব