পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফতুল্লার কথিত বিএনপি নেতার সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিকসহ ৩ জন আহতের ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা জ্ঞাপন করেন।

বিবৃতিতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, ৫ আগষ্টের পর থেকে  সাংবাদিকরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। গণমাধ্যম কর্মীদের এত নির্যাতন যা সহ্য করার মত না। আমরা অনতিবিলম্বে আটককৃত হামলাকারি কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো.

আকাশ (২৭), নিউজ নারায়ণগঞ্জ নামের একটি পোর্টালের ক্যামেরাম্যান আবদুল্লাহ মামুন (৩২) ও আয়াজ হোসেন (২৮) সন্ত্রাসী হামলার শিকার হয়।

ওই সময় হামলাকারি কথিত বিএনপি নেতা শাহাদাত হোসেন উল্লেখিত গণমাধ্যম কর্মীদের ক্যামারা ও মোবাইল ভাংচুরসহ আটক করে রাখে। পরে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে এসে ২ গণমাধ্যম কর্মীসহ ৩ জনকে জখম অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে।  
 

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

বিপুল ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

নেত্রকোণার বারহাট্টায় অবৈধ পথে আনা বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার কাঁকুড়াবাজার এলাকা থেকে চালানটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- কাভার্ডভ্যানের চালক ইব্রাহিম (২৫) ও তার সহকারী সাব্বির (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, কাভার্ডভ্যানটি সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বারহাট্টার কাঁকুড়া এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় এলাকাবাসী কাভার্ডভ্যানের ভেতরে কী আছে জানতে চাইলে চালক ও তার সহকারী স্পষ্ট জবাব দিতে পারেননি। স্থানীয়দের সন্দেহ হলে কাভার্ডভ্যান খুলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানসহ দুজনকে আটক করে নিয়ে যায়।

আটক চালক ইব্রাহিম বলেন, ‘‘ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্য বোঝাই করে রওনা হই। পথে বিভিন্ন স্থানে আমাদের সহযোগীরা পথ দেখায়। ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এরপরই এলাকাবাসী আমাদের ধরে ফেলে।’’

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘‘কাভার্ডভ্যানটি থানায় এনে জব্দ তালিকা প্রস্তুতির কাজ চলমান। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ