ডিস্টোপিয়ান অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য রানিং ম্যান’। স্টিফেন কিংয়ের ১৯৮২ সালের একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। এডগার রাইট পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ ম্যাসি, মাইকেল সেরা, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, জেমি লসন, কোলম্যান ডোমিঙ্গো, জোশ ব্রোলিন প্রমুখ। প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে ১৪ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিনেমায় দেখা যাবে, নিকট ভবিষ্যতের ডিস্টোপিয়ান সমাজের পৃথিবীতে ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। বেকারত্ব ও সরকারি নিয়ন্ত্রণে পিষ্ট হয়ে পড়েছে মানুষ। জনগণকে ব্যস্ত ও নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার আয়োজন করে ভয়ংকর টেলিভিশন গেম শো ‘দ্য রানিং ম্যান’। এই শোতে অংশগ্রহণকারীদের বলা হয় রানার। সমাজের অবাঞ্ছিত, দরিদ্র শ্রেণির মানুষ, যাদের সামনে একটাই সুযোগ—৩০ দিন বেঁচে থাকতে পারলে তারা জিতে নিতে পারবে বিপুল অর্থ ও স্বাধীনতা। কিন্তু তাদের পিছু নেয় সশস্ত্র হত্যাকারীদের একটি দল, যারা রাষ্ট্রের হয়ে এই খেলা পরিচালনা করে।

‘দ্য রানিং ম্যান’–এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গোঁজামিলের গণভোট অগ্রহণযোগ্য: বাংলাদেশ জাসদ

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বাইরে কোনো বিষয় সরকার চাপিয়ে দিতে চাইলে তা অনৈক্যকে অমীমাংসেয় করে তুলবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাসদ। বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘সংবিধান সংস্কারের জন্য জাতীয় সংসদে আলোচনার পূর্বে গণভোট অপ্রয়োজনীয়। তারপরও জাতীয় ঐকমত্য কমিশনে সর্বসম্মত প্রস্তাবগুলোতে গণভোট নেওয়া যেতে পারে, কিন্তু এ গণভোট দ্বারা সংবিধান পরিবর্তন করা যাবে না। সংবিধান বিদ্যমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির আদেশ জারি করা সংবিধানসম্মত নয় বলেই আমরা মনে করি। প্রয়োজনীয় অধ্যাদেশ দ্বারা গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই সময়ে  হতে পারে।’

জাতীয় সংসদকে নতুন নামে অভিহিত ও দ্বৈত সত্তা প্রদান সংবিধানবিরোধী উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, কতিপয় দলের অবাস্তব দাবিকে জুলাই সনদ বলে চালিয়ে দেওয়া গণতান্ত্রিক মানসিকতার পরিচায়ক নয়। গণভোটের জন্য যেভাবে চারটি প্রশ্নের প্রস্তাব করা হয়েছে, তাতে গণভোটকে হাসিঠাট্টার বিষয়ে পরিণত করা হয়েছে। আমরা যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানাই। কিন্তু গোঁজামিলপূর্ণ গণভোটকে গ্রহণ করতে পারছি না। নির্বাচন কমিশন আর দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে, জাতি সেটাই আশা করে।

সম্পর্কিত নিবন্ধ