হামজা–জায়ানের চোট নিয়ে কী বললেন বাংলাদেশ কোচ
Published: 13th, November 2025 GMT
ম্যাচের ৮০ মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন হামজা চৌধুরী। এর আগে চোটে আক্রান্ত হন জায়ান আহমেদও। নেপালের বিপক্ষে আজ ২–২ গোলের ড্রর পর তাই সমর্থকদের দুশ্চিন্তা এ দুই ফুটবলারকে নিয়ে।
যদিও ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, দুজনের চোট গুরুতর নয়, ‘না, বড় কোনো সমস্যা নেই। মাংসপেশিতে কিছুটা চোট লেগেছে। এমন কিছু হয়নি, যাতে করে তারা ভারত ম্যাচের জন্য ঝুঁকিতে আছে।’
১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপাল ম্যাচ সেই ম্যাচেরই একপ্রকার প্রস্তুতি। কিন্তু এমন ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে না পেরে হতাশ কাবরেরা, ‘আমাদের পারফরম্যান্স হতাশাজনক। দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা ম্যাচে প্রভাব ফেলার চেষ্টা করেছি; কিন্তু পরে সেটার ধারাবাহিকতা রাখতে পারিনি। ৯০ মিনিটের মধ্যে আমরা খুব বেশি সৃজনশীল বা আক্রমণাত্মক পরিকল্পনা করতে পারিনি।’
ভারতের বিপক্ষে হামজার খেলা নিয়ে সংশয় দেখছেন না বাংলাদেশ কোচ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজনৈতিক দলগুলোর ইতিবাচক যুক্ততা চায় ইউরোপীয় ইউনিয়ন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে উত্তোরণের প্রক্রিয়ায় সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাই রাজনৈতিক দলগুলোকে পরবর্তী পদক্ষেপগুলোতে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার জন্য ইইউ উৎসাহিত করছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় ইউরোপের ২৭ দেশের জোট এ আহ্বান জানিয়েছে। ইইউ বৃহস্পতিবার তাদের এক্স হ্যান্ডলারে এটি প্রচার করেছে।
ইইউ লিখেছে, ‘আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষাপটে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই।’