বাইডেন যেভাবে তার অর্জন-উত্তরাধিকার নিজেই নষ্ট করলেন
Published: 14th, January 2025 GMT
২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যগতভাবে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান প্রতি চার বছর পর ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নতুন প্রশাসনে নিজের পছন্দমতো মন্ত্রীসভাও ইতোমধ্যে সাজিয়ে ফেলেছেন তিনি।
তবে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের শেষদিককার সময়টা খুব একটা যে সুখনীয় হয়নি এবং তিনি তার ভবিষ্যৎ উত্তরাধিকার গড়তে একপ্রকার ব্যর্থ হয়েছেন তা ওঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে। দীর্ঘ এক প্রতিবেদনে বলা হয়েছে তার রাজনৈতিক সাফল্য থেকে শুরু করে ব্যর্থতার সালতামামি।
যুক্তরাষ্ট্রের যত প্রাক্তন প্রেসিডেন্ট পুনর্নির্বাচনের মাধ্যমে আমেরিকার জনগণের স্বীকৃতি পেয়েছিলেন, তা বাইডেনের ক্ষেত্রে সম্ভব হয়নি। গ্যালাপের একটি জরিপে দেখা গেছে, বর্তমানে মাত্র ৩৯% মানুষ তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। যা তার মেয়াদের শুরুতে ছিল ৫৭%। তার জনপ্রিয়তা যে তার শাসনামলের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে তা গ্যালাপের জরিপই বলে দিচ্ছে। এমন বিষণ্ন সমাপ্তি বিশ্ব সচরাচর দেখেনি মার্কিন প্রেসিডেন্টদের বেলায়।
ক্ষমতার একদম শেষদিকে এসে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই ইতিহাস বলুক আমি এসেছিলাম অর্থনীতি পুনরুদ্ধার ও বিশ্বে আমেরিকার নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য। আমি সততা ও আন্তরিকতার সঙ্গে এটি করেছি।
যদিও জো বাইডেন তার প্রেসিডেন্সির শেষ পর্যায়ে এসে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা তার রাজনৈতিক উত্তরাধিকারকে ভূলুণ্ঠিত করেছে। বাইডেন এবং তার প্রশাসনকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, যার কিছু ছিল নিয়ন্ত্রণের বাইরে। তবে অনেক ঘটনাই চাইলেই তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন কিংবা এড়িয়ে যেতে পারতেন। তার একাধিক সিদ্ধান্তের কারণে মার্কিন প্রশাসনকে চড়ামূল্য দিতে হয়েছে।
২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময় যে বিশৃঙ্খলা দেখা দেয়, তা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম বড় ভুল পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এর ফলে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং তার নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।
সেবছর আগস্ট মাস শেষ হওয়ার আগেই, বাইডেনের গ্যালাপ রেটিং ৫০%-এর নিচে নেমে যায়।
দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রেও বাইডেনের শুরুর সময়টি সুখকর ছিল না। ২০২১ সালের গ্রীষ্মে মুদ্রাস্ফীতি ৫%-এর সীমা অতিক্রম করে ৯.
এদিকে কোভিড-পরবর্তী মার্কিন-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ বৃদ্ধি সামলাতে ব্যাপক হিমশিমও খাচ্ছিলেন বাইডেন। এর ফলে সমালোচনার মুখেও পড়েন তিনি। সেখানকার অভিবাসীদের উত্তরাঞ্চলীয় শহরে স্থানান্তরের ঘটনা প্রশাসনকে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় ফেলে দেয়। এর পাশাপাশি কোভিড পরীক্ষার কিট ও শিশুখাদ্যের ঘাটতি, ডিমের উচ্চমূল্য, গর্ভপাত অধিকার রক্ষা সংক্রান্ত রায়ের অবসান এবং ইউক্রেন ও গাজার যুদ্ধের মতো ঘটনা নতুন নতুন সমস্যায় ফেলে।
ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থন দেশটির মাঝে তীব্র সমালোচনার জন্ম দেয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্ক সৃষ্টি করে। এতে তার জনপ্রিয়তা আরও কমে যায়। আর ন্যাটো ইস্যুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে একপ্রকার বাইডেনের সিদ্ধান্তেরই ফসল সেটি ওপেন সিক্রেট।
বাইডেনের আরেকটি দুর্বলতা ধরা হয় তার পড়তি বয়সকে। এক সময় তিনি দক্ষ বক্তা ও নানা সমস্যার মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার অপরিণামদর্শী সিদ্ধান্ত জনসাধারণের কাছে তাকে ডুবন্ত নৌকার মতোই অর্থহীন করে তোলে।
দেশটির বিশেষ কাউন্সিল রবার্ট হার একটি প্রতিবেদনে তাকে দুর্বল স্মৃতিশক্তিসম্পন্ন একজন বৃদ্ধ ব্যক্তি বলে উল্লেখ করেন। যা ডেমোক্র্যাটদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করে।
এছাড়াও মিডিয়ার সঙ্গে বাইডেনের যোগাযোগ ক্রমশ কমে আসে। তার ভুল ও অসাবধান নানা মন্তব্য রিপাবলিকানদের কাছে আক্রমণের অস্ত্র হয়ে ওঠে। শুরুর দিকে প্রশাসনে উল্লেখযোগ্য কিছু আইন পাস হলেও পরবর্তী সময়ে অভ্যন্তরীণ অসন্তোষ ও জনসাধারণের কাছে না পৌঁছাতে পারার কারণে বাইডেন প্রশাসন দুর্বল হয়ে পড়ে।
তবে এতসব ব্যর্থতার মাঝে তার যে সাফল্য ছিল না তা নয়। তিনি তার প্রশাসনে অনেক অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করেছিলেন। তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ছিলেন সেনেটে তার পররাষ্ট্রনীতি উপদেষ্টাদের একজন। ট্রেজারি সেক্রেটারি ছিলেন জ্যানেট ইয়েলেন। যিনি আগে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন।
তিনি স্বাস্থ্যসেবা ভর্তুকি বৃদ্ধি, কোভিড ভ্যাকসিন বিতরণের জন্য অর্থায়ন এবং শিশু দারিদ্র্যের হার অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নিয়ে প্রশংসিতও হয়েছেন সবার কাছে।
তবে এই সাফল্য চ্ছেদ পড়ে তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর এবং অস্ত্র-সংক্রান্ত মামলার বিষয়টিতে। এটি বাইডেনের জন্য একটি বড় রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়ায়। ছেলে হান্টারকে মাফ করার সিদ্ধান্তও ব্যাপক সমালোচিত হয় সেসময়।
২০২৩ সালের এপ্রিল মাসে বাইডেন তার পুনর্নির্বাচনের ঘোষণা দেন। তবে তার রাজনৈতিক প্রচারণা ও শারীরিক দুর্বলতা সেসময় সমালোচিত হয়। অন্যদিকে ট্রাম্পকে এগিয়ে নিতে থাকলে তার পরিবর্তে তিনি তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ২০২৪ সালের নির্বাচনের জন্য মনোনীত করেন। তবে নারী নেতৃত্বে দেশটির মানুষ খুব একটা ভরসা করতে না পারায় হিলারী ক্লিনটনের মতো কমলাকেও পরাজয় বরণ করতে হয়। যা বাইডেন প্রশাসনে সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হয়।
বাইডেন যদি ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা না দিয়ে দলকে নতুন নেতৃত্বের সুযোগ দিতেন, তাহলে হয়ত তার উত্তরাধিকার ও সাফল্য নিশ্চিত হতো।
এদিকে নতুন মেয়াদে বন্ধু ইলন মাস্ককে মূল হাতিয়ার করে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। ট্রাম্পের দাবি তিনি বাইডেনের অর্জনগুলোকে ভেঙে ফেলে আমেরিকাকে আবার মহান করার চেষ্টা করবেন। তবে সে যাত্রায় কতটুকু সফল হবেন ট্রাম্প তা হয়ত গ্যালাপের নতুন কোনও জরিপই বলে দেবে।
আর জো বাইডেনের রাজনৈতিক উত্তরাধিকার কীভাবে প্রস্তুত হবে আরেকটি নতুন নির্বাচনে জয়ের জন্য তা ট্রাম্পের অর্জন ও নতুন প্রশাসনের কার্যকলাপই বলে দেবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
যশোরের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুতের (রস সংগ্রহের উপযোগী করা) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেন বলেন, রস-গুড় সংগ্রহের জন্য গত বছরের তুলনায় এ বছর বেশি খেজুরগাছ প্রস্তুত করা হবে। এ বছর জেলায় অন্তত তিন লাখের বেশি গাছ প্রস্তুত করা হবে। যশোরে খেজুরের রস ও গুড়ের ১০০ কোটির বেশি টাকার বাজার রয়েছে। অন্তত ছয় হাজার কৃষক এই পেশায় যুক্ত।
যশোরের খেজুর গুড় জিআই পণ্য হলো যেভাবে
২০২২ সালে চৌগাছার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমানে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) ইরুফা সুলতানা খেজুর গুড়ের ঐতিহ্য সংরক্ষণে খেজুর গুড়ের মেলা, গাছিদের প্রশিক্ষণ, গাছি সমাবেশ, গাছিদের সমবায় সমিতি গঠন, খেজুরগাছ রোপণ ও সংরক্ষণের উদ্যোগ নেন। একই বছর জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য যশোরের খেজুর গুড়ের আবেদন করেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সেটি জিআই পণ্যের স্বীকৃতি পায়।
শতকোটি টাকার বাজার ধরতে ব্যস্ত গাছিরা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশোরের প্রায় ছয় হাজার গাছি খেজুরগাছের রস থেকে পাটালি গুড় উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে খেজুরগাছ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। গাছ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। খেজুরগাছ সংরক্ষণ, রোপণ, গাছিদের প্রশিক্ষণ, প্রণোদনাসহ নানাভাবে সহযোগিতার মাধ্যমে গুড় উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে যশোর জেলায় খেজুরগাছের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৬৯৫টি। এর মধ্যে রস আহরণের উপযোগী গাছের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ১৩০টি। গাছ থেকে ৩ কোটি ৭১ লাখ ৩ হাজার লিটার রস ও ২ হাজার ৭৪২ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজারদর অনুযায়ী প্রতি লিটার রসের দাম ৩৫ টাকা ও গুড়ের কেজি ৩৪০ টাকা। সেই হিসাবে রস ও গুড়ের বাজার দর ৯৯ কোটি ৬৮ লাখ টাকা।
চৌগাছা উপজেলার চাকলা গ্রামের গাছি আবদুল কুদ্দুস বলেন, ‘আমার দাদা খেজুরগাছের রস থেকে পাটালি গুড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। দাদার সঙ্গে বাবাও যুক্ত ছিলেন। বাবার পেশায় আমিও যুক্ত হয়েছি। বাবা আর আমি এবার ৩০০টি খেজুরগাছ থেকে রস-গুড় তৈরির প্রস্তুতি নিচ্ছি। গতবছর ভালো দাম পেয়েছি। এবারও ভালো দাম পাব বলে আশা করি।’
গাছিরা জানান, কার্তিক মাস শুরুর সঙ্গে সঙ্গেই খেজুরগাছ ছেঁটে রস ও গুড় তৈরির প্রস্তুতি শুরু করেন তাঁরা। শীত মৌসুমে এ অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস এটি। এখানকার কারিগরদের দানা পাটালি তৈরির সুনাম রয়েছে। পাটালি ও ঝোলা গুড় তৈরি ছাড়াও চাষিরা শীতের ভোরে ফেরি করে কাঁচা রস বিক্রি করেন। কাঁচা রস প্রতি মাটির ভাঁড় ১৫০-২০০ টাকা, দানা গুড় ৩৫০-৪০০ টাকা আর পাটালি প্রতি কেজি ৪৫০-৬০০ টাকায় বিক্রি হয়।
অনলাইন প্ল্যাটফর্ম কেনারহাটের উদ্যোক্তা তরিকুল ইসলাম বলেন, ‘গত বছর আমাদের কাছে ভোক্তার চাহিদা ছিল সাড়ে ছয় হাজার কেজি পাটালি গুড়। সরবরাহ করতে পেরেছিলাম দুই হাজার কেজি। প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, শীত কম হওয়ায় চাহিদা অনুযায়ী পাটালি গুড় সরবরাহ করতে পারিনি। এ বছর ইতিমধ্যে অর্ডার আসতে শুরু করেছে।’