অভিনয় কমিয়ে দিয়েছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। ভালো গল্প ও চরিত্র পেলেই অভিনয় করছেন তিনি। বেশ বিরতির পর নতুন ধারাবাহিক নিয়ে আসছেন এই অভিনেতা। ধারাবাহিকের নাম ‘ভাল্লাগে না’। জাকির হোসেন উজ্জ্বল রচিত নাটকটি পরিচালনা করেছেন হানিফ খান।

পুলকের বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। ব্যান্ডপার্টির সঙ্গে নাচানাচি করছে মহল্লার যুবকরা। এমন সময় একজন ছুটে এসে জানায়, এ বিয়ে হবে না। বিয়ের পাত্রী নাকি পালিয়ে গেছে। বিয়েবাড়ির সব মানুষ যেন আকাশ থেকে পড়ে। পুলকের বিয়ে ভাঙার ঘটনা এটাই প্রথম না। এর আগেও সাতবার বিয়ে ভেঙেছে তার। বিয়ে ভাঙতে ভাঙতে সবাই তার বিয়ের আশা ছেড়েই দিয়েছে। পুলকের বোন অনেক খাটাখাটুনি করে এই বিয়েটা ঠিক করেছিল। পাত্রীপক্ষ এমনকি পাত্রী নিজেও পুলককে পছন্দ করেছে। সপ্তমবারের মতো এই বিয়ে ভাঙার ঘটনায় পুরো বাড়ির সবার মন ভেঙে যায়; কিন্তু কেবল একজনই খুশি। সে হচ্ছে পুলক নিজে। এভাবেই এগিয়ে যায় গল্প।  নাটকে পুলক চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।

জাহিদ হাসান বলেন, ‘ভালো গল্প ও চরিত্র না পেলে অভিনয়ের ইচ্ছা জাগে না। নাটকের গল্পটি অসাধারণ। বিয়ে ও বিয়েভীতির গল্প রয়েছে এতে। বিনোদনের পাশাপাশি এতে কিছু বক্তব্যও রয়েছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

আজ রাত থেকে বৈশাখী টিভিতে প্রচার শুরু হচ্ছে ‘ভাল্লাগে না’ নাটকটি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের  যাত্রীবাহী একটি বাসে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে  নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।

এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।

পুলিশের মিরপুর বিভাগের  উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ