একুশে ফেব্রুয়ারি নাটক ‘ভুলিনি সেদিন’
Published: 8th, February 2025 GMT
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে নাটক ‘ভুলিনি সেদিন’। রবিউল আলমের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া।
নাটকের গল্পে দেখা যাবে, মিশা নামে এক তরুণী বাবা-মায়ের সঙ্গে বিদেশ থাকেন। বছরে দুই একবার দেশে আসার পর চাচাতো ভাই-বোনদের সঙ্গে ঘোরাঘুরি করে ও দাদিমার সঙ্গে আড্ডা দিয়েই তার সময় কেটে যায়। এবার মিশা দেশে এসেছে ফেব্রুয়ারি মাসে। আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে মাথায় রেখেই ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে সে। এ দিবসকে ঘিরে কী কী করা যায় তা নিয়ে চাচাতো ভাইবোন দীপা আর মিতুলের সঙ্গে আলাপ করেন মিশা। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে একুশে ফেব্রুয়ারি নিয়ে এতো উচ্ছ্বাস নেই মিতুলের। একুশের ইতিহাসটাও সে ঠিকমত জানে না।
একুশের ইতিহাস জানার পাশাপাশি দাদিমাকে নিয়ে মাতৃভাষা দিবস পালন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি কাটান মিশা। এমনই গল্পে দেখা যাবে ‘ভুলিনি সেদিন’ নাটক।
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। এছাড়া আছেন তন্ময় বিশ্বাস, মাইশা, মিলি বাসার, আশরাফ টুলু, সামিয়া নাহি প্রমূখ।
নাটকটি নিয়ে দিলার জামান বলেন, “নাটকের গল্প অসাধারণ। নির্মাণও ভালো ছিল। এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।”
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি বিটিভিতে প্রচার হবে।
রাহাত//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জর্জিয়ায় আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স পৃথিবীর চেয়েও বেশি
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি বাড়িতে আছড়ে পড়া উল্কাপিণ্ডটির বয়স পৃথিবীর চেয়ে প্রায় দুই কোটি বছর বেশি বলে জানিয়েছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক স্কট হ্যারিস। ২৩ গ্রাম ওজনের উল্কাখণ্ডটি পরীক্ষা করে তিনি জানান, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডটি প্রায় ৪৫৬ কোটি বছরের পুরোনা, যা পৃথিবীর বয়সের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।
জর্জিয়ায় আবিষ্কৃত উল্কাপিণ্ডটির বিষয়ে স্কট হ্যারিস বলেন, ম্যাকডোনাফ শহরে আছড়ে পড়া এই উল্কাপিণ্ডের পেছনে রয়েছে দীর্ঘ যাত্রার ইতিহাস। সেটি পুরোপুরি বুঝতে হলে জানতে হবে যে এর শিলাটি আসলে কোন ধরনের এবং এটি সৌরজগতের কোন গ্রুপের গ্রহাণু থেকে এসেছে। আগে এমন ঘটনা কয়েক দশকে একবার ঘটত, কিন্তু এখন ২০ বছরের মধ্যেই একাধিকবার ঘটেছে।
আরও পড়ুননিলামে মঙ্গল গ্রহ থেকে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড০৬ জুলাই ২০২৫গত জুনে দিনের আলোয় দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের আকাশে উজ্জ্বল এক অগ্নিগোলক দেখা যায়। সে সময় জর্জিয়ার এক বাসিন্দা জানান, একটি পাথর তাঁর বাড়ির ছাদ ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। পরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা সা নিশ্চিত করে যে জুনের শেষ দিকে ঘটে যাওয়া ‘বুটিডস’ উল্কাবৃষ্টির সঙ্গে এই উল্কাপিণ্ডের সম্পর্ক রয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস