সচিবালয় ঘেরাও কর্মসূচি করতে যাওয়ার পথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ রোববার বিকেলে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। উচ্চশিক্ষার সুযোগ, কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ দেওয়াসহ চার দফা দাবিতে সচিবালয় ঘেরাও করতে যাচ্ছিলেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে যাচ্ছিলেন ম্যাটস শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়, পরে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। পরে শিক্ষার্থীরা শাহবাগের দিকে চলে যান।

বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, তিন মাস ধরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাঁদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তাঁরা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেন।

এর আগে আজ বেলা ১১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন ম্যাটসের শিক্ষার্থীরা। দুপুরের দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর প্রথম আলোকে বলেছিলেন, আন্দোলনকারীরা থানার সামনের সড়কে অবস্থান নিয়েছেন।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি হলো: অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

গত মাসেও ম্যাটস শিক্ষার্থীরা তাঁদের দাবি জানিয়ে কারওয়ান বাজার ও জাতীয় জাদুঘরের সামনে অবরোধ ও বিক্ষোভ করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য টস শ ক ষ র থ ন র স মন

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তপশিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তপশিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৩১ জুলাই। 

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ