আমি ভালোবাসলে সেরাটা দিয়েই ভালোবাসি: প্রভা
Published: 14th, February 2025 GMT
দেড় যুগের বেশি সময় ধরে টিভি নাটকে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় নৈপুণ্য ও রূপের জাদুতে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চিত হয়েছেন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এসব বিষয় নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা হয় এই অভিনেত্রীর।
আলাপচারিতার শুরুতে জানান, ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। প্রভা বলেন, “আমার মনে আছে, সর্বশেষ ভ্যালেন্টাইন ডেতে আমরা ফাল্গুন পালন করেছিলাম সন্ধ্যা পর্যন্ত। তারপর ভাই-বোনকে নিয়ে ডিনার করেছিলাম। তবে এবার এরকম কোনো প্ল্যান নেই।”
ভালোবাসা দিবসের স্মৃতিবহুল ঘটনা বর্ণনা করেছেন প্রভা। এ নিয়ে কথা বলতে গিয়ে ফিরে যান ৪ বছর আগে। এ অভিনেত্রী বলেন, “২০২১ সালে যে আমার প্রেমে ছিলেন উনি রোজ ডেতে অনেকগুলো ফুল দিয়েছিলেন, টেডি ডেতে টেডি, প্রমিজ ডেতে প্রমিজ নোটস, ভ্যালেন্টাইনের সাতটি দিনই সেলিব্রেট করেছিলেন। একটু ক্রেজ ছিল আবার একটু সুইটও।”
আরো পড়ুন:
আপনি অনেক সুন্দর, শাকিব খানকে প্রভা
যুক্তরাষ্ট্রে কী করছেন প্রভা?
প্রেমের সম্পর্কে জড়ানো দোষের কিছু না বলে মনে করেন প্রভা। তার ভাষায়, “প্রেম দোষের কিছু না। চলার পথে কাউকে ভালো লাগতে পারে। মনে হতে পারে এর সঙ্গে চলা যেতে পারে। আবার দুইটা মানুষের সম্পর্ক একটা সময় নাও থাকতে পারে। এটা অন্যয় কিছু না। দোষটা তখনই হয় যখন একটা মানুষের সঙ্গে কমিটেড থেকে অন্য একটা মানুষকে ভালোবাসে।”
কাউকে ভালোবাসলে সেরাটা দিয়েই ভালোবাসেন প্রভা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি জানি এটা হবে না; এরকম একজন মানুষকে নিয়ে কোনোদিন চিন্তাও করি না। কিন্তু এরকম একটা মানুষকেও আমাদের ভালো লেগে যায়! একটা সময় ভালোওবেসে ফেলি। এই স্পার্ক সবার জন্য সমান হয় না। আমি যখন দেখি আমার জন্য ওর আগ্রহ আছে, তখন চিন্তা করি ভালোবাসা যায় কি না। আমি যখন ভালোবাসি তখন আমার সেরা এফোর্টটাই দিই।”
ব্যক্তিগত জীবনে প্রভা কি একা নাকি সম্পর্কে রয়েছেন? এ প্রশ্ন তার অসংখ্য ভক্ত-অনুরাগীর। প্রিয় মানুষদের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে প্রভা বলেন, “আপাতত কোনো প্রেম করছি না। কখন হয়ে যায় এটা কেউ জানে না। যদিও একটা বয়সে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা এতটা ক্যালকুলেটিভ না। আমার দুর্বলতা আমাকে কেউ ভালোবাসলে, আমার মাথায় কেউ হাত রাখলে, আমার জন্য কেউ কখনো কিছু করলে আমি ভুলতে পারি না।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
২০২৬ সালে ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর ব্যাংকগুলোর জন্য ২৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিন হবে শবে-বরাত উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য) ১৩ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে। এরপর বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল, মে দিবস ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ১ মে, ২৬ থেকে ৩১ মে পাঁচদিন ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
এদিকে, আশুরা উপলক্ষ্যে ২৬ জুন, ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষ্যে একদিন, জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ৯ নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখা গেছে, চলতি বছর দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৭ দিন, আগের বছর ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন।
ঢাকা/নাজমুল//