সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন
Published: 24th, February 2025 GMT
সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দিয়ে তাদের ভেরিফায়েড পেইজে পোস্ট দেন। আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো.
৯৬ সদস্যের কমিটিতে গণিত বিভাগের শিক্ষার্থী আশফাকুর রহমানকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দিনকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে। এছাড়া উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-আমিনকে মুখ্য সংগঠক এবং একই বিভাগের শিক্ষার্থী শাহজালাল মিয়াজী জিহাদকে মুখপাত্র করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. লিখুন ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মেহেদী ও আব্দুল্লাহ শহীদ হয়েছেন। বিপ্লবীদের ক্যাম্পাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়া নিঃসন্দেহে গর্বের এবং চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা। এ আন্দোলনের মূল লক্ষ্য হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতর ও বাইরে যেকোন বৈষম্য দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা।”
ঢাকা/ইয়াছিন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়।
এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’
আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।
হেগসেথ–রাজনাথ সিং আলাপের আগে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন। এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।