Prothomalo:
2025-10-03@08:25:04 GMT

চুল কাটার কথা বলে অডিশনে যাই

Published: 4th, March 2025 GMT

পাঁচ বছর ধরে কানাডার টরন্টোতে থাকেন লাক্স তারকা সিফাত তাহসিন। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে একটি নাটকের শুটিং করেছেন। সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। নতুন কাজ করার পরিকল্পনাও করেছেন। কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও হয়েছে। তাহসিনের খবর নিয়েছেন মনজুর কাদের

কানাডায় যাওয়ার আগে ভাইরাল মাসুদ নাটকে অভিনয় করেন সিফাত তাহসিন। পাঁচ বছর আগের নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এরপর সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এই সময়টায় পরিবার নিয়ে ছিল তাঁর যত ব্যস্ততা। সম্প্রতি তিনি খবরে এসেছেন ফাঁদের প্রেমে নাটকের শুটিংয়ের কারণে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শুটিং করেছেন। এ নাটকে তাঁর সহশিল্পী সাঈদ বাবু। পরিচালনায় ছিলেন তানভীর তারেক। তাহসিন প্রথম আলোকে বললেন, ‘প্রবাসে কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে প্রেমের যে ফাঁদ পাতা হয়, এটি তেমনই একটি গল্প। পরিচালক জানিয়েছেন, সত্যিকারের গল্পে নাটকটি তৈরি হয়েছে। এ রকম ঘটনা কিন্তু দেশের বাইরে অহরহ ঘটে। আমি নিজে শিক্ষার্থী হিসেবে কানাডায় গিয়েছি, এমন ঘটনা অনেক শুনেছি।’

সিফাত তাহসিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের  যাত্রীবাহী একটি বাসে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে  নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।

এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।

পুলিশের মিরপুর বিভাগের  উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ