পাঁচ বছর ধরে কানাডার টরন্টোতে থাকেন লাক্স তারকা সিফাত তাহসিন। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে একটি নাটকের শুটিং করেছেন। সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। নতুন কাজ করার পরিকল্পনাও করেছেন। কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও হয়েছে। তাহসিনের খবর নিয়েছেন মনজুর কাদের
কানাডায় যাওয়ার আগে ভাইরাল মাসুদ নাটকে অভিনয় করেন সিফাত তাহসিন। পাঁচ বছর আগের নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এরপর সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এই সময়টায় পরিবার নিয়ে ছিল তাঁর যত ব্যস্ততা। সম্প্রতি তিনি খবরে এসেছেন ফাঁদের প্রেমে নাটকের শুটিংয়ের কারণে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শুটিং করেছেন। এ নাটকে তাঁর সহশিল্পী সাঈদ বাবু। পরিচালনায় ছিলেন তানভীর তারেক। তাহসিন প্রথম আলোকে বললেন, ‘প্রবাসে কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে প্রেমের যে ফাঁদ পাতা হয়, এটি তেমনই একটি গল্প। পরিচালক জানিয়েছেন, সত্যিকারের গল্পে নাটকটি তৈরি হয়েছে। এ রকম ঘটনা কিন্তু দেশের বাইরে অহরহ ঘটে। আমি নিজে শিক্ষার্থী হিসেবে কানাডায় গিয়েছি, এমন ঘটনা অনেক শুনেছি।’
সিফাত তাহসিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/ইভা