Prothomalo:
2025-08-12@11:59:01 GMT

চুল কাটার কথা বলে অডিশনে যাই

Published: 4th, March 2025 GMT

পাঁচ বছর ধরে কানাডার টরন্টোতে থাকেন লাক্স তারকা সিফাত তাহসিন। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে একটি নাটকের শুটিং করেছেন। সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। নতুন কাজ করার পরিকল্পনাও করেছেন। কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও হয়েছে। তাহসিনের খবর নিয়েছেন মনজুর কাদের

কানাডায় যাওয়ার আগে ভাইরাল মাসুদ নাটকে অভিনয় করেন সিফাত তাহসিন। পাঁচ বছর আগের নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এরপর সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এই সময়টায় পরিবার নিয়ে ছিল তাঁর যত ব্যস্ততা। সম্প্রতি তিনি খবরে এসেছেন ফাঁদের প্রেমে নাটকের শুটিংয়ের কারণে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শুটিং করেছেন। এ নাটকে তাঁর সহশিল্পী সাঈদ বাবু। পরিচালনায় ছিলেন তানভীর তারেক। তাহসিন প্রথম আলোকে বললেন, ‘প্রবাসে কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে প্রেমের যে ফাঁদ পাতা হয়, এটি তেমনই একটি গল্প। পরিচালক জানিয়েছেন, সত্যিকারের গল্পে নাটকটি তৈরি হয়েছে। এ রকম ঘটনা কিন্তু দেশের বাইরে অহরহ ঘটে। আমি নিজে শিক্ষার্থী হিসেবে কানাডায় গিয়েছি, এমন ঘটনা অনেক শুনেছি।’

সিফাত তাহসিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জর্জিয়ায় আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স পৃথিবীর চেয়েও বেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি বাড়িতে আছড়ে পড়া উল্কাপিণ্ডটির বয়স পৃথিবীর চেয়ে প্রায় দুই কোটি বছর বেশি বলে জানিয়েছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক স্কট হ্যারিস। ২৩ গ্রাম ওজনের উল্কাখণ্ডটি পরীক্ষা করে তিনি জানান, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডটি প্রায় ৪৫৬ কোটি বছরের পুরোনা, যা পৃথিবীর বয়সের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।

জর্জিয়ায় আবিষ্কৃত উল্কাপিণ্ডটির বিষয়ে স্কট হ্যারিস বলেন, ম্যাকডোনাফ শহরে আছড়ে পড়া এই উল্কাপিণ্ডের পেছনে রয়েছে দীর্ঘ যাত্রার ইতিহাস। সেটি পুরোপুরি বুঝতে হলে জানতে হবে যে এর শিলাটি আসলে কোন ধরনের এবং এটি সৌরজগতের কোন গ্রুপের গ্রহাণু থেকে এসেছে। আগে এমন ঘটনা কয়েক দশকে একবার ঘটত, কিন্তু এখন ২০ বছরের মধ্যেই একাধিকবার ঘটেছে।

আরও পড়ুননিলামে মঙ্গল গ্রহ থেকে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড০৬ জুলাই ২০২৫

গত জুনে দিনের আলোয় দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের আকাশে উজ্জ্বল এক অগ্নিগোলক দেখা যায়। সে সময় জর্জিয়ার এক বাসিন্দা জানান, একটি পাথর তাঁর বাড়ির ছাদ ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। পরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা সা নিশ্চিত করে যে জুনের শেষ দিকে ঘটে যাওয়া ‘বুটিডস’ উল্কাবৃষ্টির সঙ্গে এই উল্কাপিণ্ডের সম্পর্ক রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ