নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধার্থে ৬ মাসের আইন করার দাবি জানিয়েছে গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক নারী শ্রমিক সমাবেশ ও র‍্যালি থেকে এ দাবি জানানো হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে ৭ কোটি ৬৫ লাখ শ্রমিকের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার কমিশনে শ্রম আইন সংশোধনের খসড়াটি যে চূড়ান্ত করা হয়েছে তা প্রকৃতপক্ষে শ্রমিকবান্ধব না। মাতৃত্বকালীন ছুটি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ৬ মাস, পোশাক খাতের জন্য ৪ মাস। আবার অনানুষ্ঠানিক খাতে ছুটির বিষয়ে কিছুই বলা হয়নি। আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে শ্রমিকের সংজ্ঞা সঠিকভাবে বিবেচনা করা হয় না। আমরা চাই, বৈষম্যহীন বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি সবার জন্য এক হোক।

তারা আরও বলেন, আইএলও কনভেনশন ১৮৯ ও ১৯০, শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করার অধিকার, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, চাকরির নিশ্চয়তা, নিরাপদ কর্মস্থল, কর্মক্ষেত্রে যাতায়াতকালে সংঘটিত দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষ দায় নিচ্ছে না। শ্রম আইন সংশোধনের ক্ষেত্রে শ্রমিকপক্ষের মতামত ও লিখিত প্রস্তাবনাকেও আমলে নেওয়া হয়নি। আমরা চাই, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অর্জনকে সম্মানিত করে লিঙ্গ সমতা ত্বরান্বিত করা হোক।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.

ইলিয়াস, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও নারী কমিটির সভাপতি রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক ও নারী কমিটির সাধারণ সম্পাদক আমরিন হোসাইন এ্যানি সহ আরও অনেকে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তিন দিনের ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা

শ্রমিক দিবসসহ সরকারী তিন দিনের ছুটি উপলক্ষে বাড়তি পর্যটকের সমাগমে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা।

ব্যবসায়ীরা জানান, পর্যটকদের আনাগোনায় বুকিং রয়েছে ৯০ শতাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। খালি নেই হোটেল-মোটেল-কটেজ-রিসোর্টের কোনো কক্ষ। সব আবাসিক হোটেল, মোটেল, কটেজ, রিসোর্ট সব কানায় কানায় পূর্ণ। বুকিং না থাকায় অনেক পর্যটক পড়েছেন ভোগান্তিতে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট বিপণী বিতানগুলোতে।ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।

আরো পড়ুন:

মহাকাশ ঘুরে এলেন কেটি পেরিসহ ৬ নারী

সৈকতে জেগে ওঠা কংক্রিট-জিও ব্যাগ পর্যটকদের গলার কাঁটা

স্থানীয়রা জানান, আগত পর্যটকরা সৈকতে আনন্দে মেতেছেন। অনেকে দল বেঁধে নোনা জলে গাঁ ভাসিয়ে উচ্ছাসে মেতেছেন। অনেকে আবার ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরবাইকে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

ঢাকা থেকে আসা পর্যটক রুবাইয়াত হোসেন বলেন, “তিন দিনের ছুটি উপলক্ষে আমরা পরিবারের সবাই মিলে কুয়াকাটা এসেছি। আজ এসে বড় বড় ঢেউ উপভোগ করেছি। সমুদ্রের বিশালতা আমাদের হৃদয়ে স্থান পেয়েছে।”

খুলনার পাইপগাছা থেকে আসা পর্যটক মুরাদ হোসাইন বলেন, “আমরা খুলনার একটি কলেজ পড়ি। ২০ জন বন্ধু মিলে প্রথমবারের মতো কুয়াকাটায় আসল। এখানের সবকিছুই বেশ দারুণ লেগেছে। তবে হোটেল ভাড়া এবং খাবার মূল্য একটু বেশি মনে হচ্ছে।”

পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের তৎপরতা রয়েছে।

ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “শুক্রবার কুয়াকাটায় আরো বেশি পর্যটকের আগমন ঘটতে পারে। পর্যটকদের নিরাপত্তায় জন্য আমাদের সদস্যরা সর্বদা তৎপর রয়েছে।”

ঢাকা/ইমরান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ