পাথরের ওপর বসে আছেন সাফা কবির। মাটিতে বসা মুশফিক আর ফারহান। অভিনেত্রীর হাঁটুতে ভর দিয়ে হাত কপালে নিয়ে বসে আছেন অভিনেতা। ছবিটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। সেই প্রশ্ন করতেই হাসলেন অভিনেতা মুশফিক আর ফারহান। জানালেন, রোমান্টিক নাটকে দারুণ একটি চরিত্র নিয়ে আসছেন ঈদে। গল্পের মধ্যেও সিনেমাটিক উপাদান রয়েছে। নাটকটির নাম ‘আমি শুধু তোমার হব’। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। রোমান্টিক গল্পটি নিয়ে এখনই কিছু বলতে চান না তাঁরা। তবে জানালেন আট মাস বয়সের সফল জুটির রহস্য।

মুশফিক আর ফারহান ও সাফা কবিরের জুটির শুরুটা বেশি দিনের নয়। মাত্র আট মাসের। একসঙ্গে তাঁদের প্রথম দেখা যায় ‘ফিদা’ নাটকে। গত ঈদে নাটকটি প্রচারিত হয়। এটি পরিচালনা করেছিলেন রুবেল আনুশ। নাটকটি অল্প সময়েই কোটি ভিউ হয়। পরে তাঁরা ‘সুপার ওয়াইফ’, ‘হ্যাপা’, ‘দম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন।

সাফা কবির। ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের  যাত্রীবাহী একটি বাসে  আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে  নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।

এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।

পুলিশের মিরপুর বিভাগের  উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ