পাথরের ওপর বসে আছেন সাফা কবির। মাটিতে বসা মুশফিক আর ফারহান। অভিনেত্রীর হাঁটুতে ভর দিয়ে হাত কপালে নিয়ে বসে আছেন অভিনেতা। ছবিটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। সেই প্রশ্ন করতেই হাসলেন অভিনেতা মুশফিক আর ফারহান। জানালেন, রোমান্টিক নাটকে দারুণ একটি চরিত্র নিয়ে আসছেন ঈদে। গল্পের মধ্যেও সিনেমাটিক উপাদান রয়েছে। নাটকটির নাম ‘আমি শুধু তোমার হব’। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। রোমান্টিক গল্পটি নিয়ে এখনই কিছু বলতে চান না তাঁরা। তবে জানালেন আট মাস বয়সের সফল জুটির রহস্য।

মুশফিক আর ফারহান ও সাফা কবিরের জুটির শুরুটা বেশি দিনের নয়। মাত্র আট মাসের। একসঙ্গে তাঁদের প্রথম দেখা যায় ‘ফিদা’ নাটকে। গত ঈদে নাটকটি প্রচারিত হয়। এটি পরিচালনা করেছিলেন রুবেল আনুশ। নাটকটি অল্প সময়েই কোটি ভিউ হয়। পরে তাঁরা ‘সুপার ওয়াইফ’, ‘হ্যাপা’, ‘দম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন।

সাফা কবির। ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জর্জিয়ায় আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স পৃথিবীর চেয়েও বেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি বাড়িতে আছড়ে পড়া উল্কাপিণ্ডটির বয়স পৃথিবীর চেয়ে প্রায় দুই কোটি বছর বেশি বলে জানিয়েছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক স্কট হ্যারিস। ২৩ গ্রাম ওজনের উল্কাখণ্ডটি পরীক্ষা করে তিনি জানান, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডটি প্রায় ৪৫৬ কোটি বছরের পুরোনা, যা পৃথিবীর বয়সের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।

জর্জিয়ায় আবিষ্কৃত উল্কাপিণ্ডটির বিষয়ে স্কট হ্যারিস বলেন, ম্যাকডোনাফ শহরে আছড়ে পড়া এই উল্কাপিণ্ডের পেছনে রয়েছে দীর্ঘ যাত্রার ইতিহাস। সেটি পুরোপুরি বুঝতে হলে জানতে হবে যে এর শিলাটি আসলে কোন ধরনের এবং এটি সৌরজগতের কোন গ্রুপের গ্রহাণু থেকে এসেছে। আগে এমন ঘটনা কয়েক দশকে একবার ঘটত, কিন্তু এখন ২০ বছরের মধ্যেই একাধিকবার ঘটেছে।

আরও পড়ুননিলামে মঙ্গল গ্রহ থেকে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড০৬ জুলাই ২০২৫

গত জুনে দিনের আলোয় দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের আকাশে উজ্জ্বল এক অগ্নিগোলক দেখা যায়। সে সময় জর্জিয়ার এক বাসিন্দা জানান, একটি পাথর তাঁর বাড়ির ছাদ ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। পরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা সা নিশ্চিত করে যে জুনের শেষ দিকে ঘটে যাওয়া ‘বুটিডস’ উল্কাবৃষ্টির সঙ্গে এই উল্কাপিণ্ডের সম্পর্ক রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ