ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদের নাটক ‘ব্রেকিং নিউজ’-এ দেখা যাবে তাকে। তটিনীর বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব। নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। ‘ব্রেকিং নিউজ’ এর গল্পভাবনাও এই নির্মাতার। এটির চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ।
নির্মাতা গণমাধ্যমকে জানিয়েছেন, এই নাটকের গল্প শহরের এক শীর্ষসন্ত্রাসী ইফতি এবং ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়াকে ঘিরে এগিয়েছে। নাটকে দেখানো হবে সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার প্রেম ও টানাপোড়েন। তৌসিফ-তটিনী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরও আছেন মুকিত জাকারিয়াসহ অনেকে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে নাটকটি মুক্তি পাবে সিএমভি’র এর ইউটিউব চ্যানেলে।
আরো পড়ুন:
‘বিষাক্ত বকুলের গল্প’
মারা গেছেন ‘আমি বাংলার গান গাই’ খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।
এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।