ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নামে নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। নাটকটির চিত্রনাট্যও রচনা করেছেন এই পরিচালক।

শিহাব শাহীন বলেন, “একটি অ্যারেঞ্জ ম্যারেজের পর প্রাথমিকভাবে জটিলতা দেখা যায়। যেমন— পরস্পরকে বুঝতে পারার ব্যাপার। মূলত, এই দিকটা উপজীব্য করে গল্পটি এগিয়েছে। এটি একাধারে যেমন রোমান্টিক তেমন প্র্যাকটিক্যালও।”

নাটকটিতে আরো অভিনয় করেছেন— মাসুম রিজওয়ান ও আয়েশা লাবণ্য। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ। 

আরো পড়ুন:

গুজব নিয়ে নির্মিত নাটিকায় বিদেশিরা

ফারহান-কেয়ার প্রেমের ‘বাজি’

নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তির প্রস্তুতি রয়েছে। যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক কর ছ ন ন টকট

এছাড়াও পড়ুন:

জর্জিয়ায় আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স পৃথিবীর চেয়েও বেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি বাড়িতে আছড়ে পড়া উল্কাপিণ্ডটির বয়স পৃথিবীর চেয়ে প্রায় দুই কোটি বছর বেশি বলে জানিয়েছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক স্কট হ্যারিস। ২৩ গ্রাম ওজনের উল্কাখণ্ডটি পরীক্ষা করে তিনি জানান, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডটি প্রায় ৪৫৬ কোটি বছরের পুরোনা, যা পৃথিবীর বয়সের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।

জর্জিয়ায় আবিষ্কৃত উল্কাপিণ্ডটির বিষয়ে স্কট হ্যারিস বলেন, ম্যাকডোনাফ শহরে আছড়ে পড়া এই উল্কাপিণ্ডের পেছনে রয়েছে দীর্ঘ যাত্রার ইতিহাস। সেটি পুরোপুরি বুঝতে হলে জানতে হবে যে এর শিলাটি আসলে কোন ধরনের এবং এটি সৌরজগতের কোন গ্রুপের গ্রহাণু থেকে এসেছে। আগে এমন ঘটনা কয়েক দশকে একবার ঘটত, কিন্তু এখন ২০ বছরের মধ্যেই একাধিকবার ঘটেছে।

আরও পড়ুননিলামে মঙ্গল গ্রহ থেকে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড০৬ জুলাই ২০২৫

গত জুনে দিনের আলোয় দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের আকাশে উজ্জ্বল এক অগ্নিগোলক দেখা যায়। সে সময় জর্জিয়ার এক বাসিন্দা জানান, একটি পাথর তাঁর বাড়ির ছাদ ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। পরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা সা নিশ্চিত করে যে জুনের শেষ দিকে ঘটে যাওয়া ‘বুটিডস’ উল্কাবৃষ্টির সঙ্গে এই উল্কাপিণ্ডের সম্পর্ক রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ