ঈদে কি নিশ্চিত শাকিবের ‘অন্তরাত্মা’, কী বললেন প্রযোজক
Published: 23rd, March 2025 GMT
চার বছর আগে বেশ আয়োজন করে শুরু হয়েছিল শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। শুরু থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। এরপর মুক্তির কথা থাকলেও করোনার কারণে সে সময় প্রযোজক সিনেমাটি রিলিজ দেননি। একের পর এক উৎসব ঘিরে শাকিব খানের অন্য সিনেমা রিলিজ হলেও অনেকটা আলোচনার বাইরে থেকে গেছে ‘অন্তরাত্মা’। সেই সিনেমা এবার ঈদ ঘিরে হঠাৎ আলোচনায় এসেছে।
জানা যায়, সেন্সরে জমা পড়েছে ‘অন্তরাত্মা’। তার পর থেকেই সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপ ও সিনেমাপ্রেমীদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর যথেষ্ট কারণ রয়েছে। কেউ কেউ বলছেন, ঈদ থেকে সরে যেতে পারে শাকিব খানের ‘বরবাদ’। সেই জায়গায় শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই জন্যই তড়িঘড়ি করে সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে কথা হয় সিনেমার প্রযোজক সোহানী হোসেনের সঙ্গে।
শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দর্শনা বণিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে পুলিশ দেখে পালাতে গিয়ে সাবেক কাউন্সিলরের মৃত্যু
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মৃত্যু হয়েছে। পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। তবে পুলিশ বলছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি। গতকাল বুধবার দিবাগত রাতে নগরের দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কাউন্সিলরের নাম কামাল হোসেন (৫৫)। তিনি নগরের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দাসপুকুর এলাকার বাসিন্দা। একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তাঁর কোনো পদ–পদবি ছিল না।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কামাল হোসেনের নামে চারটি মামলা হয়। তিনি এলাকায় থাকলেও গা ঢাকা দিয়ে থাকতেন। পরিবারের ধারণা, মামলা থাকায় পুলিশ দেখে ভয় পেয়ে কিংবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
কামালের ছেলে সোহান শাকিল প্রথম আলোকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে চারটি মামলা আছে। তিনি আত্মগোপনে থাকতেন। শুনেছি রাতে তিনি মারা গেছেন।’
ওসি বলেন, রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামালকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছেই আছে। তারা দাফনের ব্যবস্থা করছে।