ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তাপ আর রোমাঞ্চ। ‘সুপার ক্লাসিকো’র এই ম্যাচটি ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশার পারদও থাকে বেশ উঁচুতে। বাংলাদেশ সময় বুধবার সকালে তেমনই এক উত্তাপের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

এই ম্যাচের আগে দুই দল এখন ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। এর মধ্যে প্রতিপক্ষ ব্রাজিলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ব্রাজিলকে ‘শক্তিশালী প্রতিপক্ষ’ উল্লেখ করে বলেছেন, ম্যাচটি তাদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে।

কাতার বিশ্বকাপ থেকে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে সেই ছন্দ এখনো ধরে রেখেছে তারা। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়েও সবার ওপরে আছে আর্জেন্টিনা।

আরও পড়ুনআর্জেন্টিনা কোচ স্কালোনি সন্তুষ্ট হবেন না কেন২২ মার্চ ২০২৫

এখন সুযোগ আছে সবার আগে দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগও। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা। তবে এর আগে নিজেদের ম্যাচে বলিভিয়া জয় না পেলেও মাঠে না নেমেই বিশ্বকাপ নিশ্চিত হবে ‘আলবিসেলেস্তেদের’।

দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

১০ ও ১১ মে সিটি ব্যাংকের সব সেবা বন্ধ থাকবে

ডেটা সেন্টার স্থানান্তরের কাজ সম্পন্ন করতে লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম দুই দিন বন্ধ রাখবে সিটি ব্যাংক। আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে ব্যাংকটিকে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ডেটা সেন্টার স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ৯ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ৮টা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে সিটি ব্যাংককে সম্মতি দেওয়া হলো।

১৯৮৩ সালে যাত্রা শুরু করা সিটি ব্যাংকের গ্রাহক গত বছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখে। ২০০৭ সালে ব্যাংকটির গ্রাহক ছিল ৬৮ হাজার। ব্যাংকটির কর্মকর্তার সংখ্যা এখন ৫ হাজার ৩২১ জন। দেশের সবচেয়ে বেশি সাত লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে সিটি ব্যাংকের। ব্যাংকটির ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। গত বছর শেষে ব্যাংকটির আমানত বেড়ে হয়েছে ৫১ হাজার ৪২০ কোটি টাকা। আর ঋণ ছিল ৪৪ হাজার ৪৯৮ কোটি টাকা। গত বছর শেষে হাজার কোটি টাকা মুনাফার মাইলফলক ছুঁয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি গত বছর শেষে সমন্বিত মুনাফা করেছে ১ হাজার ১৪ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির সমন্বিত মুনাফার পরিমাণ ছিল ৬৩৮ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা ৩৭৬ কোটি টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।

সম্পর্কিত নিবন্ধ