জেরার মুখে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানেরা, ট্রাম্প বললেন গোপনীয় কিছু ছিল না
Published: 26th, March 2025 GMT
বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল-এ সামরিক পরিকল্পনা সংক্রান্ত গ্রুপ চ্যাটে এক সাংবাদিককে যুক্ত করা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিষয়টিকে ‘সিগন্যাল-গেট’ তথা সিগন্যাল কেলেঙ্কারি বলছে সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের শুনানিতে দেশটির তিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা কড়া জেরার মুখে পড়েন। তবে বিষয়টি হালকাভাবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওই গ্রুপ চ্যাটে গোপনীয় কিছু ছিল না।
ওই গ্রুপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ছাড়াও ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য ছিলেন। সেখানে দ্য আটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফরি গোল্ডবার্গকেও যুক্ত করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ ভুলবশত গোল্ডবার্গকে চ্যাট গ্রুপে যুক্ত করেন।
গ্রুপ চ্যাটে ইয়েমেনে হুতি গোষ্ঠীর ওপর বিমান হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ফলে বিমান হামলার কয়েক ঘণ্টা আগেই গোল্ডবার্গ জেনে গিয়েছিলেন, এই হামলা হতে চলেছে।
সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল।
শুনানিতে বিশেষ করে ডেমোক্র্যাট সদস্যদের প্রশ্নবাণে জর্জরিত হন তিন গোয়েন্দা প্রধান। প্রায় দুই ঘণ্টা পর শুনানি মুলতবি করা হয়। এরপর শুরু হয় শুনানির রুদ্ধদ্বার অধিবেশন। সেখানে গোপনীয় ও স্পর্শকাতর তথ্য নিয়ে জেরা হওয়ার কথা।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের গোপন সামরিক অভিযান নিয়ে গ্রুপ চ্যাটে আলোচনা ঘিরে হইচই৫ ঘণ্টা আগেসিগন্যাল গ্রুপের ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা। তবে বিষয়টি হালকাভাবে নিতে রাজি হননি ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, এ ঘটনায় বিশৃঙ্খলা, অসতর্কতা এবং অদক্ষ আচরণের বিষয়টি সামনে এসেছে।
ওই চ্যাটে গোপনীয় তথ্য থাকার বিষয়টি শুনানিতে তুলসী গ্যাবার্ড ও জন র্যাটক্লিফ উভয়ে অস্বীকার করেন। সিগন্যাল গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার অনুমোদন আছে বলেও জোর দিয়ে বলেন সিআইএর পরিচালক। বিষয়টি বড় ধরনের ভুল ছিল কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘না’।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে তাঁর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ষয়ট
এছাড়াও পড়ুন:
খাদি কাপড়ের জিআই স্বীকৃতিতে আনন্দে ভাসছেন কুমিল্লাবাসী
কুমিল্লার ঐতিহ্যের স্মারক খাদি কাপড় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ায় আনন্দিত জেলার মানুষ। দীর্ঘদিন ধরে তাঁরা দাবি জানিয়ে আসছিলেন, অবশেষে পেয়েছেন সেই সুখবর। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে স্বীকৃতির এই সনদ দেওয়া হয়।
কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রামঘাটলা থেকে শুরু করে রাজগঞ্জ পর্যন্ত অন্তত ৩০০ খাদি পোশাকের দোকান। কান্দিরপাড়ের খাদি বসুন্ধরা দোকানের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শৈল্পিক ছোঁয়ায় কুমিল্লার খাদি এখন দেশ-বিদেশে বেশ সমাদৃত। ঐতিহ্যের খাদিতে এখন লেগেছে আধুনিকতা ও নান্দনিকতার ছোঁয়া। শত বছরের বেশি পুরোনো খাদির আরও অনেক আগেই জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া উচিত ছিল। অবশেষে স্বীকৃতি মিলেছে, এতেই আনন্দিত সবাই।
একই এলাকার খাদি জ্যোৎস্না স্টোরের মালিক তপন পাল বলেন, ‘কুমিল্লার প্রতিটি মানুষ খাদির এমন স্বীকৃতিতে আনন্দিত। শত বছর পার হলেও এখনো দেশ-বিদেশে খাদি কাপড়ের ব্যাপক চাহিদা।’
কুমিল্লার ইতিহাস গবেষক আহসানুল কবীর প্রথম আলোকে বলেন, ১৯২১ সালে মহাত্মা গান্ধীর ডাকে সমগ্র ভারতবর্ষে অসহযোগ আন্দোলনের সময় কুমিল্লায় খাদিশিল্প প্রতিষ্ঠা লাভ করে। ওই সময় বিদেশি পণ্য বর্জন করার জন্য আওয়াজ ওঠে। সর্বত্র এক আওয়াজ ‘মোটা কাপড়-মোটা ভাত’। সে সময় ভারতবর্ষের মানুষ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে খাদি পোশাক ব্যবহার শুরু করেছিলেন। খাদের (গর্তে) চরকায় বসে এ কাপড় তৈরি করা হয় বলে এর নামকরণ হয় ‘খাদি’। শুরুতে মহাত্মা গান্ধী নিজেও কুমিল্লায় এসে খাদের চরকায় বসে খাদি কাপড় তৈরিতে উৎসাহ দেন।
এই গবেষক আরও বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর ভারত পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করে নিলে কুমিল্লার খাদিশিল্প সংকটে পড়ে। এই শিল্পকে টিকিয়ে রাখতে হাল ধরেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, জেলা প্রশাসনের দীর্ঘ প্রচেষ্টায় গত বছর কুমিল্লার রসমালাই জিআই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কুমিল্লার খাদি ও বিজয়পুরের মৃৎশিল্পের জিআই স্বীকৃতির জন্য তখন থেকেই কাজ শুরু হয়। কুমিল্লার ‘ব্র্যান্ড’ হিসেবে পরিচিত তিনটি পণ্যের মধ্যে দুটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। যে একটি বাকি আছে, সেটিও দ্রুত সময়ের মধ্যে স্বীকৃতি পাবে বলে তিনি আশাবাদী।