বাণিজ্য ইতিহাসে সবচেয়ে বড় ট্যারিফ যুদ্ধ হয়েছিল ১৯৩০ সালে। সেই যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছিল যুক্তরাষ্ট্র। এর ঠিক ৮০ বছর পরে আবার সেই ট্যারিফ যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পরই বাণিজ্যযুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। তবে সেই যুদ্ধ সীমাবদ্ধ ছিল মূলত চীনের সঙ্গে। চীনের সঙ্গে বিশাল বাণিজ্য–ঘাটতি কমাতে ২০১৮ সালে ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপ করেছিলেন। চীনও যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা নেয়। তখনই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছিলেন।

জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরও কিন্তু ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেননি। তবে তিনি গণহারে ব্যবস্থা না নিয়ে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নিয়েছিলেন। ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হয়ে অন্য কিছুর আর ধার ধারেননি। বরং গণহারে ট্যারিফ বা শুল্ক আরোপ করেছেন। আর তাতেই বিশ্ববাণিজ্য তোলপাড়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প

এছাড়াও পড়ুন:

শ্রমিক দলের সমাবেশে নেতা-কর্মীদের ঢল, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক

ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টন নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

প্রত্যক্ষদর্শী দুজন প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।

এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্বপালন করতে দেখা গেছে।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নয়াপল্টন নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয়

সম্পর্কিত নিবন্ধ